চিটাগং ফাইনালে উঠলে বোলিং করতে পারবেন সানি?
Published: 4th, February 2025 GMT
চিটাগং কিংসের স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন আম্পায়াররা। এতে করে তাকে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিয়ে অ্যাকশন যাচাই করে নিতে হবে।
১ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের পর তার অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে চিটাগং ফাইনালে ওঠে তাহলে কি সানি খেলতে পারবেন?
বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান রাইজিংবিডিকে জানিয়েছেন ফাইনাল যেহেতু ৭ দিনের আগেই তার খেলতে কোনো সমস্যা হবে না।
আরো পড়ুন:
বিপিএলে ফিক্সিং: বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের স্বাধীন কমিশন গঠন
৯ উইকেটের বড় জয়ে ফাইনালে বরিশাল
“ত্রুটি ধরার পরদিন থেকে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। ফাইনাল যেহেতু আগে পড়েছে খেলতে কোনো সমস্যা হবে না।’’
প্রায় ৯ বছর পর সানির অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের সঙ্গে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল।
চলতি আসরে সানি চিটাগংয়ের হয়ে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ২৩ রান দিয়ে সর্বোচ্চ নেন ৩ উইকেট।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল অ য কশন
এছাড়াও পড়ুন:
নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।
আরো পড়ুন:
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
ইউনূস-রুবিও ফোনালাপে অর্থনৈতিক সম্পর্ক গভীর করায় জোর
তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরো বাড়াবে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেল বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ আগেই নিজেদের কাজ করে রেখেছিল। তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে।
ঢাকা/হাসান/ফিরোজ