ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার, মনে করেন পন্টিং
Published: 5th, February 2025 GMT
১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে ও ২৫ টি–টোয়েন্টি—আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯.১০ ব্যাটিং গড়ে তাঁর রান ২৫৫৩৪। ফিফটি ১৪৯টি, সেঞ্চুরি ৬২টি। ৩২.১৪ বোলিং গড়ে উইকেট ৫৭৭টি। টেস্টে রেকর্ড ২৩ বার ম্যাচসেরা হয়েছেন। ২০০৫ সালে হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশে ছিলেন মোট আটবার। হল অব ফেমেও জায়গা করে নিয়েছেন পাঁচ বছর আগে।
এমন বর্ণিল ক্যারিয়ারের মালিক জ্যাক ক্যালিসকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মানতে কারও আপত্তি থাকার কথা নয়। তবে রিকি পন্টিং ক্যালিসকে সবার ঊর্ধ্বে রেখেছেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়কের চোখে, দক্ষিণ আফ্রকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক মার্ক হাওয়ার্ডের ইউটিউব চ্যানলে এ কথা জানিয়েছেন পন্টিং।
হাওয়ার্ডের ‘দ্য হাউয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘জ্যাক ক্যালিস এখন পর্যন্ত খেলা সেরা ক্রিকেটার। এ নিয়ে অন্যরা কে কী বলল, তা তোয়াক্কা করি না। জ্যাক ক্যালিসই আমার কাছে শেষ কথা। ১৩০০০ রান—৪৪ বা ৪৫টি টেস্ট সেঞ্চুরি এবং ৩০০ (টেস্ট) উইকেট। ওর ক্যারিয়ারটা অসাধারণ। আপনি ৩০০ টেস্ট উইকেট নিতে পারেন এবং ৪৫টি টেস্ট সেঞ্চুরি করতে পারেন। কিন্তু একই সঙ্গে দুটিই করা আশ্চর্যজনক ব্যাপার। জ্যাক দুটিই করেছে।’
ক্রীড়া সাংবাদিক মার্ক হাওয়ার্ডের অনুষ্ঠানে রিকিং পন্টিং (ডানে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা