বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো আমির হোসেন আমু ও হাসানাত আব্দুল্লাহর বা
Published: 6th, February 2025 GMT
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।
বুধবার রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে ভবন দুটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে, তার আগে বুলডোজার ও মিছিল নিয়ে আমির হোসেন আমুর বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে শহরের কালীবাড়ি রোডে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনের সামনে অবস্থান নেয় সেনা সদস্যের একটি দল। রাত ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের বাধা দেন। কিন্তু এরপর পরিস্থিতির অবনতি ঘটে। বিক্ষুব্ধরা সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর রাত দুইটার দিকে নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসে ছাত্র-জনতা। পরে তারা সেখানেও ভাঙচুর চালায়। অনেকটা বিনা বাধায় আমর হোসেন আমুর বাসভবন ভেঙে ফেলে শিক্ষার্থীরা।
উল্লেখ্য আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের এই ভবনে থাকতেন। এখানে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘‘ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে।’’
পলাশ//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র হ স ন আম র ব আম র হ স ন আম র ব সভবন সদস য
এছাড়াও পড়ুন:
অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
জন্মদিনে দেশে নেই দেশবরেণ্য অভিনয়শিল্পী ববিতা। তিনি এখন আছেন কানাডায়, একমাত্র ছেলে অনিকের কাছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ছেলের কাছে উড়াল দিয়েছেন ববিতা। থাকবেন আগামী নভেম্বর পর্যন্ত। এরপর দেশবরেণ্যে এই অভিনয়শিল্পীর ঢাকায় ফেরার কথা। আজ বুধবার কানাডার স্থানীয় সময় সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে কথা প্রসঙ্গে জানালেন ববিতা।
আজ ৩০ জুলাই ববিতার জন্মদিন। কয়েক বছর ধরে এই দিনে ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গুলশানের বাসায় গান শোনা, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া হয়। এর বাইরে পরিচিতজনেরা শুভেচ্ছা জানান। এবার ওসব নেই, যেহেতু কানাডায় আছেন তিনি। ববিতা প্রথম আলোকে জানান, জন্মদিন নিয়ে সেভাবে কোনো ধরনের পরিকল্পনা নেই। কখনো এটা থাকেও না। বললেন, ‘আমার ছেলের আজকে অফিস আছে। বিকেল পাঁচটায় ওর অফিস শেষ হবে। এরপর মা–ছেলে দুজন মিলে ঘুরতে যাব। ছবি তুলব। রাতের খাবার খাব। কেক কাটব। তারপর দুজন মিলে বাসায় ফিরব। ছেলের কাছে আছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগার।’
ফরিদা আক্তার ববিতা