চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্যবাহী কনটেইনার পরিবহন
Published: 7th, February 2025 GMT
প্রাইমমুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে আজ শুক্রবারও চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের এই কর্মসূচির কারণে বন্দরে কোনো ধরনের কনটেইনারবাহী গাড়ি ঢুকতে ও বের হতে পারছে না। এর ফলে বেসরকারি কনটেইনার ডিপোগুলোয় পণ্য জটের শঙ্কা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় পণ্যবাহী যানবাহনের চালকদের সঙ্গে পার্কের প্রহরীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় শ্রমিকদের একজন প্রতিনিধি মামলা করেন। শ্রমিকেরা বলছেন, মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার কারণে তাঁরা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। শ্রমিকেরা ফৌজদারহাটমুখী বন্দর সড়কে কনটেইনারবাহী গাড়ি নিয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.
যা হলো গত তিন দিনে
মঙ্গলবার রাত আটটার দিকে ডিসি পার্কের দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ট্রাক-লরির চালক ও শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এ সময় ডিসি পার্কে ভাঙচুর চালান চালক-শ্রমিকেরা। সেখানে রাত প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাক-লরির চালক ও শ্রমিকদের বিক্ষোভ চলতে থাকে। বুধবার ভোরে তাঁরা সরে গেলেও আবার কর্মবিরতির ডাক দেন।
এরপর বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় আবারও কর্মবিরতি। এ সময় সড়কে চলাচল করা লরি ও কাভার্ড ভ্যানের চালকদের গাড়ি থামিয়ে দেন কিছু শ্রমিক। চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হতে দেননি শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাড়ে ১৪ ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও কর্মসূচি দেওয়া হয়। আজ শুক্রবারও কর্মবিরতি চলছে।
গতকাল শ্রমিকদের একটি দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বন্দরে কর্মবিরতি পালন করবেন তাঁরা। এর মধ্যে এদিন রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ফেসবুক পাতায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লেখা, ‘সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম ডিসি পার্ক বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
পাঁচজনের বিরুদ্ধে মামলা
ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. মাসুদ, মো. ফারুক, মো. রায়হান, মো. মামুন এবং জানে আলম সাদ্দাম। এর মধ্যে মো. মাসুদ ডিসি পার্কের পার্কিংয়ের ইজারাদার।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার পার্কিং–সংক্রান্ত ঘটনার জের ধরে ইজারাদার মাসুদ এবং অন্যান্য আসামিরা লরি চালক ও শ্রমিকদের লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছেন। এ ছাড়া শ্রমিকদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাঁদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শ্রমিকদের পক্ষে মামলাটি করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বন্দরের বিভিন্ন ফটকের সামনে এলোপাতাড়ি করে ফেলে রাখা হয়েছে একাধিক লরি। এতে কোনো পণ্যবাহী যানবাহন বন্দরে ঢুকতে ও বের হতে পারছে না। নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় গিয়ে যায়, সেখানে উড়ালসড়কের একটি র্যাম্প নির্মাণের কাজ চলছে। যার কারণে সড়কের ওই অংশটিতে খানাখন্দ তৈরি হওয়ায় গাড়ি চলাচল করতে পারছে না। অন্যপাশে সারি বেঁধে রাখা হয়েছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। এতে সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হতে দেখা যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক য়
এছাড়াও পড়ুন:
সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না, মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।'
সিইসি বলেন, 'দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।'
আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন।
থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের (৪র্থ ধাপ) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখা মাত্রই নাগরিকদের যাচাইবাছাই করতে আহ্বান জানান সিইসি। নিশ্চিত হওয়ার আগে শেয়ার না করতে বলেন তিনি।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ভিডিপির ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, 'এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন বলেন মহাপরিচালক।
অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন।
মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।