প্রাইমমুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে আজ শুক্রবারও চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের এই কর্মসূচির কারণে বন্দরে কোনো ধরনের কনটেইনারবাহী গাড়ি ঢুকতে ও বের হতে পারছে না। এর ফলে বেসরকারি কনটেইনার ডিপোগুলোয় পণ্য জটের শঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় পণ্যবাহী যানবাহনের চালকদের সঙ্গে পার্কের প্রহরীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় শ্রমিকদের একজন প্রতিনিধি মামলা করেন। শ্রমিকেরা বলছেন, মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার কারণে তাঁরা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। শ্রমিকেরা ফৌজদারহাটমুখী বন্দর সড়কে কনটেইনারবাহী গাড়ি নিয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.

সেলিম খান প্রথম আলোকে বলেন, ডিসি পার্কে প্রবেশে বিকল্প সড়ক করে দিতে হবে। যাঁরা শ্রমিকদের মারধর করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আজ বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

যা হলো গত তিন দিনে

মঙ্গলবার রাত আটটার দিকে ডিসি পার্কের দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ট্রাক-লরির চালক ও শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এ সময় ডিসি পার্কে ভাঙচুর চালান চালক-শ্রমিকেরা। সেখানে রাত প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাক-লরির চালক ও শ্রমিকদের বিক্ষোভ চলতে থাকে। বুধবার ভোরে তাঁরা সরে গেলেও আবার কর্মবিরতির ডাক দেন।

এরপর বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় আবারও কর্মবিরতি। এ সময় সড়কে চলাচল করা লরি ও কাভার্ড ভ্যানের চালকদের গাড়ি থামিয়ে দেন কিছু শ্রমিক। চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হতে দেননি শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাড়ে ১৪ ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও কর্মসূচি দেওয়া হয়। আজ শুক্রবারও কর্মবিরতি চলছে।

গতকাল শ্রমিকদের একটি দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বন্দরে কর্মবিরতি পালন করবেন তাঁরা। এর মধ্যে এদিন রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ফেসবুক পাতায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লেখা, ‘সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম ডিসি পার্ক বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

পাঁচজনের বিরুদ্ধে মামলা

ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. মাসুদ, মো. ফারুক, মো. রায়হান, মো. মামুন এবং জানে আলম সাদ্দাম। এর মধ্যে মো. মাসুদ ডিসি পার্কের পার্কিংয়ের ইজারাদার।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার পার্কিং–সংক্রান্ত ঘটনার জের ধরে ইজারাদার মাসুদ এবং অন্যান্য আসামিরা লরি চালক ও শ্রমিকদের লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছেন। এ ছাড়া শ্রমিকদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাঁদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শ্রমিকদের পক্ষে মামলাটি করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বন্দরের বিভিন্ন ফটকের সামনে এলোপাতাড়ি করে ফেলে রাখা হয়েছে একাধিক লরি। এতে কোনো পণ্যবাহী যানবাহন বন্দরে  ঢুকতে ও বের হতে পারছে না। নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় গিয়ে যায়, সেখানে উড়ালসড়কের একটি র‍্যাম্প নির্মাণের কাজ চলছে। যার কারণে সড়কের ওই অংশটিতে খানাখন্দ তৈরি হওয়ায় গাড়ি চলাচল করতে পারছে না। অন্যপাশে সারি বেঁধে রাখা হয়েছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। এতে সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হতে দেখা যায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

‘দাগি’ সিনেমা দেখতে টাঙ্গাইলে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারো অস্থায়ী সিনেমা হল তৈরি করছেন তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দাগি’। ভক্তদের ভালোবাসার টানে নিজ এলাকায় যাবেন আফরান নিশো।

শুক্রবার (২ মে) থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে অস্থায়ী সিনেমা হল নির্মাণে কাজ করছেন একদল যুবক। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন তারা। এবারো সেই ভালোবাসা থেকেই ‘দাগি’ সিনেমা প্রদর্শনের জন্য নির্মাণ করছেন প্রেক্ষাগৃহ।

আরো পড়ুন:

প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা

নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি

নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগি’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারেন, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”

বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎসাহের জোয়ার বইছে ভূঞাপুরে।

ভক্তদের আয়োজনে নির্মিত অস্থায়ী এই সিনেমা হলটি তৈরি হচ্ছে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে। বিশাল স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক সুবিধার এই আয়োজন স্থানীয়দের মাঝে এক ভিন্ন আবেগ সৃষ্টি করেছে।

আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগি’ সিনেমাটি সবাই মিলে একসঙ্গে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারো আমরা তাকে দাওয়াত দিয়েছি এবং তিনি আসছেন। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ভক্তদের আয়োজনে একজন অভিনয়শিল্পীর সরাসরি অংশগ্রহণ, অস্থায়ী হলেও একটি হল নির্মাণ এবং সিনেমা দেখার এই উৎসব— ভূঞাপুরে যেন নতুন করে সিনেমাপ্রেমের আলো জ্বেলে দিচ্ছে।

গত কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমাগুলো নিয়েই অধিক আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।

ঢাকা/কাওছার/শান্ত

সম্পর্কিত নিবন্ধ