ক্রিকেট ম্যাচ শুরুর বিলম্বের প্রধান কারণ সাধারণত বৃষ্টি, আলোকস্বল্পতা বা কুয়াশা। তবে ওমানের রাজধানী মাসকাটে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডের ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা বেশ বিরল। ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল। ফলে ম্যাচ শুরু হয় দেরিতে, যার কারণে প্রতিটি ইনিংস থেকে কমিয়ে দেওয়া হয় ৭ ওভার করে মোট ১৪ ওভার।

ইউএসএ ক্রিকেট তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে ম্যাচ বিলম্বের বিষয়টি জানালেও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে ক্রিকেট বিশ্লেষক পিটার এক্স-এ জানান, মাসকাটে আয়োজিত ম্যারাথন ও আয়রনম্যান রোড রেসের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ ছিল। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল, ফলে তারা সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি। পরে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়।

দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নামিবিয়া প্রথমে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আন্দ্রিস গৌস, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও মিলিন্দ কুমারের ফিফটিতে ৫০ ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ২৯৩ রান। জবাবে নামিবিয়া ১৭৯ রানে অলআউট হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্র ১১৪ রানের বড় ব্যবধানে জয় পায়।

উল্লেখ্য, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ সহযোগী দেশগুলোর জন্য ওয়ানডে বিশ্বকাপে খেলার অন্যতম যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। লিগের শীর্ষ চারটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায়, যেখানে মোট ১০টি দল অংশ নেয়। বাছাইপর্বের শীর্ষ চারটি দল মূল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

এনসিপির উদ্বেগ আদালত অবমাননার শামিল: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের মামলা, রায় এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) তৎপরতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্বেগ প্রকাশের বিষয়টিকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, এনসিপি আইনের ব্যাখ্যা এবং আইন সম্পর্কে অজ্ঞ থাকায় ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। একই সঙ্গে বিজ্ঞ আদালতের আদেশকে অবমাননা করেছে।

বুধবার রাতে এক প্রতিবাদলিপিতে ইশরাক হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রফিকুল ইসলাম এ কথা বলেছেন। এর আগে গতকাল বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল এনসিপি।

দ্রুত মামলা নিষ্পত্তি হওয়া নিয়ে এনসিপির উদ্বেগের বিষয়টি উল্লেখ করে ইশরাক হোসেনের পক্ষে পাঠানো প্রতিবাদলিপিতে তাঁর আইনজীবী বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির কারণ নিয়ে এনসিপির বক্তব্য একেবারেই শিশুসুলভ। আইনের শাসন প্রতিষ্ঠায় যেকোনো মামলায় দ্রুত নিষ্পত্তির বিজ্ঞ আদালতের একটি সহজাত ক্ষমতা। তা ছাড়া ২০২০ সালে দায়ের করা মামলাটি ২০২৫ সালে নিষ্পত্তি হয়েছে। এটি দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে, যা মোটেও সংক্ষিপ্ত সময় নয়; বরং মোকদ্দমাটি আরও আগেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন ছিল।

নির্বাচনী মামলার নিষ্পত্তি সংক্ষিপ্ত সময়ে হওয়া উচিত উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, এনসিপির এ জাতীয় বক্তব্য আদালত অবমাননার শামিল। এ ছাড়া এ-সংক্রান্ত যে বক্তব্য দিয়েছে, তার সম্পূর্ণ আইনি অজ্ঞতার বহিঃপ্রকাশ। মামলার তদবিরকারক বাদীর ইচ্ছা অনুযায়ী যে কেউ হতে পারে বিধায় বিজ্ঞ আদালত হলফনামা গ্রহণ করেছেন, যা সম্পূর্ণ আইন মেনেই করা হয়েছে। এ ছাড়া আদালত কোনো প্রকার বিচার-বিশ্লেষণ করেননি বলে যে বক্তব্য এনসিপি দিয়েছে, তা এককথায় তাদের জ্ঞানের স্বল্পতারই বহিঃপ্রকাশ এবং আদালত অবমাননার শামিল।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘আদালত যথাযথ আইন মেনেই রায় প্রদান করেন। এ ক্ষেত্রে কেউ যদি ন্যায়বিচার হয়নি বলে মনে করে, তাহলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে এবং তার বক্তব্য ওই উচ্চ আদালতে রাখারও সুযোগ আছে। এভাবে প্রেসনোট দিয়ে বক্তব্য প্রদান দেশের জনগণকে বিভ্রান্ত করা ও বিজ্ঞ আদালতকে অবমাননা ছাড়া কিছুই নয়।’

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতার ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর এক মাস পর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর এটি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই মন্ত্রণালয় থেকে শপথ গ্রহণের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার কথা। তবে কবে নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সে বিষয়টি নিয়ে এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

নির্বাচনের হিসাব অনুযায়ী আগামী ১৫ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের মেয়াদ শেষ হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ