বগুড়ায় জাসদের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের জায়গায় এক দিনে তিন সাইনবোর্ড
Published: 9th, February 2025 GMT
ছবি: সোয়েল রানা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা, শেষ জীবনে নিঃস্ব
একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মতো পরিচালকের ছোঁয়া, সহ-অভিনেতা ছিলেন রাজকুমার ও সুনীল দত্ত। ‘হামরাজ’-এর সাফল্যের পর মনে হয়েছিল, বলিউডে হয়তো নতুন এক তারকা জন্ম নিলেন—ভিমি। কিন্তু সেই উজ্জ্বল স্বপ্ন দ্রুতই রূপ নেয় এক দুর্বিষহ দুঃস্বপ্নে। ১৯৭৭ সালে, মাত্র ৩৪ বছর বয়সে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে মারা যান ভিমি, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে। মৃত্যুর পর তাঁর দেহ চিতায় নিয়ে যাওয়া হয়েছিল ঠেলাগাড়িতে করে। বলিউডে যাঁদের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের কেউই উপস্থিত ছিলেন না। কেবল ছিলেন সুনীল দত্ত।
ভিমির জীবন যেন ছিল এক ট্র্যাজেডির চিত্রনাট্য। গানের তালিম নিয়েছিলেন ছোটবেলায়, কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই পরিবার তাঁকে ত্যাগ করে। পলি হিলে বিলাসবহুল বাংলো, গলফ খেলার শখ, স্পোর্টস কারে চড়া—সবই ছিল তাঁর জীবনে। তবু ব্যক্তিজীবনের টানাপোড়েন আর ক্যারিয়ারের ছন্দপতন তাঁর গল্পকে করে তোলে করুণ।
সিনেমার দৃশ্যে ভিমি। আইএমডিবি