সঠিক পরিকল্পনা, দিকনির্দেশনা মেনে চলা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আগ্রহী যে কেউ ক্রমান্বয়ে ইউটিউবে আয় ও জনপ্রিয়তা দুটিই বাড়াতে সফল হবে। দর্শকপ্রিয় হতে যা জানা ও করা প্রয়োজন, তার মধ্যে কনসিস্টেন্ট কনটেন্ট, ভিডিওতে কল-টু-অ্যাকশন, ইউটিউব অ্যানালিটিকস, সামাজিক মাধ্যম ও ভিডিওর মানোন্নয়ন বিষয়ে সম্যক ধারণা থাকতেই হবে।
কনসিস্টেন্ট কনটেন্ট
কিছুদিন পরপর বা নিয়মিত সময়ের ব্যবধানে ভিডিও প্রকাশ করা উচিত। যেন দর্শক চ্যানেলের প্রতি আগ্রহ না হারায়। নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করা উচিত।
ভিডিওতে কল-টু-অ্যাকশন
ভিডিওর শেষে দর্শকদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে উৎসাহিত করা উচিত। প্রথম ভিডিও শেষে ওই চ্যানেলের সংশ্লিষ্ট পরের ভিডিও দেখতে স্ক্রিনে সাজেশন বা লিঙ্ক দিলে দর্শক চ্যানেল থেকে সহসাই সরে যাবে না।
ইউটিউব অ্যানালিটিকস
চ্যানেলের কোন ভিডিও কেমন দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে, তা বিশ্লেষণ করতে ইউটিউব অ্যানালিটিকসের রীতিনীতি মেনে চলা শ্রেয়। কোন ধরনের কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে, দর্শক কোন সময়ে ভিডিও বেশি দেখে– এসব বিষয়ে বিশ্লেষণ করে কনটেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণে মনোযোগ দিতে হবে।
সামাজিক মাধ্যম
নির্মিত প্রতিটি ভিডিও কনটেন্টের ভিউ বাড়ানোর জন্য ইনস্টাগ্রাম, এক্স, ফেসবুক, লিঙ্কডইন ও অন্য সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করার চর্চা থাকতে হবে। বিশেষ করে ফেসবুক গ্রুপ ও ফোরামে ভিডিওর লিঙ্ক শেয়ার করলে বেশি সংখ্যক দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানোর সম্ভাবনা তুলনামূলক বেড়ে যায়।
ভিডিওর মানোন্নয়ন
সময়ের চাহিদা ও আগ্রহ বুঝে কনটেন্ট নির্মাণের পরিকল্পনা নিতে হবে। ভালো মানের ভিডিওচিত্র তৈরি করা ছাড়া জনপ্রিয় হওয়ার সুযোগ খুবই কম। ভালো রেজ্যুলেশনের ভিডিও, স্পষ্ট অডিও ও প্রাসঙ্গিক তথ্য যুক্ত করে ভিডিওর গুণগত মান বাড়ানো সম্ভব। তা ছাড়া ভালো সম্পাদনা (এডিটিং) ও দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন দর্শককে চ্যানেলের দিকে আকৃষ্ট করে।
ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য শুধু ভালো কনটেন্ট তৈরি করাই শেষ কথা নয়, সঠিকভাবে তা অপ্টিমাইজ করাও জরুরি। উল্লিখিত সবকটি কৌশলের মাধ্যমে ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো সম্ভব। ফলে চ্যানেল থেকেও বেশি আয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনট ন ট

এছাড়াও পড়ুন:

মানুষের ‘দ্বিতীয় ঘুম’এর যুগ সম্পর্কে কতটা জানেন

তেলের বাতি, গ্যাসের বাতি এবং বৈদ্যুতিক বাতি ক্রমে সভ্যতায় যোগ হয়েছে। এর আগে মানুষ প্রাকৃতিক আলোর সঙ্গে মানিয়ে জীবন যাপন করতো। প্রাক-শিল্প যুগের সমাজে ‘দ্বিতীয় ঘুম’-এর অভ্যাস ছিলো মানুষের। 

দ্বিতীয় ঘুম বলতে ঐতিহাসিকভাবে প্রচলিত এমন এক ধরনের ঘুমের ধরণকে বোঝায়, যেখানে মানুষ রাতে একটানা আট ঘণ্টা না ঘুমিয়ে ঘুমকে দুটি ভাগে ভাগ করে নিত। একে দ্বি-পর্যায়ের ঘুম বা খণ্ডিত ঘুম বলা হয়। দেখা যেত যে— সূর্যাস্তের কিছুক্ষণ পর মানুষজন বিছানায় যেত এবং প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমাত। 

আরো পড়ুন:

রক্তস্বল্পতা দূর করতে এই শাক খেতে পারেন

টানা ৬ মাস রাতের খাবার দেরিতে খেলে যা হয়

প্রথম ঘুমের পর তারা প্রায় এক ঘণ্টা জেগে থাকত। এই সময়ে বাড়ির হালকা কাজ করা, প্রার্থনা করা, পড়াশোনা করা, প্রতিবেশীদের সাথে গল্প করা বা অন্তরঙ্গ কার্যকলাপে লিপ্ত হওয়ার মতো কাজগুলো করতো।

তারা আবার বিছানায় ফিরে যেত এবং ভোরের আলো ফোটা পর্যন্ত আরও ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমাত, যাকে ‘দ্বিতীয় ঘুম’ বা ‘ভোরের ঘুম’ বলা হত।

গত দুই শতাব্দী ধরে সামাজিক জীবনে আসা পরিবর্তনের কারণে মানুষের দ্বিতীয় ঘুমের অদৃশ্য হয়ে গেছে। যেসব কারণে মানুষ দ্বিতীয় ঘুমের অভ্যাস হারিয়ে ফেলেছে, তার একটি হলো ‘কৃত্রিম আলো ব্যবহার।’
১৭০০ এবং ১৮০০ এর দশকে, প্রথমে তেলের বাতি, তারপর গ্যাসের আলো এবং অবশেষে বৈদ্যুতিক আলো রাতকে আরও ব্যবহারযোগ্য করে তুলেছে। ফলে রাতও মানুষের কাছে জাগ্রত সময়ে পরিণত হতে শুরু করে। 

সূর্যাস্তের কিছুক্ষণ পরে ঘুমাতে যাওয়ার পরিবর্তে, মানুষ প্রদীপের আলোতে সন্ধ্যা পর্যন্ত জেগে থাকতে শুরু করে। জৈবিকভাবে, রাতে উজ্জ্বল আলো আমাদের অভ্যন্তরীণ ঘড়িগুলোকে (আমাদের সার্কাডিয়ান ছন্দ) পরিবর্তন করে এবং কয়েক ঘণ্টা ঘুমের পরে আমাদের শরীরকে জাগ্রত করার প্রবণতা কমিয়ে দেয়। 

ঘুমানোর আগে সাধারণ ‘ঘরের’ আলো মেলাটোনিনকে দমন করে এবং বিলম্বিত করে। শিল্প বিপ্লব কেবল মানুষের কাজ করার পদ্ধতিই নয় বরং তারা কীভাবে ঘুমায় তাও বদলে দিয়েছে। 

২০১৭ সালে বিদ্যুৎবিহীন মাদাগাস্কান কৃষি সম্প্রদায়ের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে লোকেরা এখনও বেশিরভাগ সময় দুই ভাগে ঘুমায়, প্রায় মধ্যরাতে ঘুম থেকে ওঠে।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ