লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রোরেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। এক টুইটে এ আপত্তির প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। 

লন্ডনের গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো তাঁর এক্স অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডের ছবি পোস্ট করে লেখেন, ‘এটা লন্ডন। এখানে স্টেশনের নাম ইংরেজিতে এবং শুধু ইংরেজিতে হওয়া উচিত।’ 

লোয়ের এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর মতের বিরোধিতা করে বলেছেন, দুই ভাষায় স্টেশনের নাম থাকতেই পারে। কেউ কেউ তাঁকে সমর্থনও করেছেন। 

এ অবস্থায় এক্সের মালিক ইলন মাস্কও পোস্টটিতে মন্তব্য করেন। তিনি এমপি রুপার্ট লোর বক্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ইয়েস’। সূত্র: হিন্দুস্তান টাইমস

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ