স্কুলমাঠে পড়ে ছিল ঘোড়ার চামড়া-মাথা, মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
Published: 16th, February 2025 GMT
ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে গভীর রাতে ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা মাংস নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে হাটগোপালপুর বাজার। বাজারেই পাশেই হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় এক বছর আগে রাতের আঁধারে ওই বাজারে কে বা কারা একটি অন্ধ ঘোড়া ফেলে রেখে যায়। তখন থেকে ঘোড়াটি বিদ্যালয় মাঠেই অবস্থান করছিল। মাঠের ঘাস ও মানুষের দেওয়া খাবার খেয়ে ঘোড়াটি বড় হতে থাকে। অন্ধ হওয়াই ঘোড়াটির ওপর এলাকাবাসীর সহানুভূতিও ছিল। রোববার সকালে স্কুল মাঠে ঘোড়াটির চামড়া এবং পাশেই দেহবিহীন মাথা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
হাটগোপালপুর বাজারের ব্যবসায়ী রইচ উদ্দিন বলেন, ঘোড়াটি স্কুল মাঠ ও আশপাশেই ঘোরাঘুরি করত। অন্ধ হওয়াই আমরাও মাঝে মধ্যে ঘোড়াটিকে খাবার দিতাম। কিন্তু রাতের আঁধারে কোনো দুষ্কৃতিকারী ঘোড়াটি জবাই করে চামড়া ও মাথা ফেলে মাংস নিয়ে চলে গেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আমাদের ধারণা কোনো কসাই অথবা হোটেল ব্যবসায়ী ঘোড়াটি স্কুল মাঠেই জবাই করে মাংস নিয়ে গেছে। যারা এই অমানবিক কাজ যারা করেছে তাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব