কুষ্টিয়ায় বালুঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ১
Published: 19th, February 2025 GMT
কুষ্টিয়ায় গড়াই নদের বালুঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে বালুঘাটে থাকা এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবুজ আলী (৪২) ওই ঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি কুষ্টিয়া পৌর এলাকার ঢাকা-মিনা এলাকার শহিদুল বিশ্বাসের ছেলে।
এদিকে বালুঘাটে হামলা ও গুলিবর্ষণের একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বালুঘাটের ইজারা নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় কয়া-রায়ডাঙ্গা এলাকায় গড়াই নদে খনন করা বালুর স্তূপ অপসারণের জন্য ইজারা নেয় তাঁর প্রতিষ্ঠান। গত বছরের ৩০ জুন অনুমোদন পেলেও চলতি বছরের জানুয়ারি থেকে কাজ শুরু করেন। যত দিন অপসারণ না হবে, তত দিন বালু তোলার কাজ চলবে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সবুজ আলীর ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে ১০ থেকে ১২ জন ব্যক্তি অস্ত্র নিয়ে বালুর ঘাটে আসেন। তাঁদের সবার মুখে মুখোশ ছিল। ঘাটে এসেই তাঁরা তাঁর পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। তিন থেকে চারজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা এলোপাতাড়ি গুলিও ছোড়েন। ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা নিয়ে নেন তাঁরা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বালুঘাটে দুটি ট্রাক বালু তোলার জন্য দাঁড়িয়ে আছে। দুজন মুখোশধারী ব্যক্তি অস্ত্র নিয়ে সেখানে আসেন। কয়েক সেকেন্ড পর আরও কয়েকজন আসেন। একজনকে গুলি ছুড়তে দেখা যায়। দুজন বালুঘাটের অস্থায়ী একটি ছোট ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় বালুঘাটে থাকা দুজন শ্রমিক দ্রুত হেঁটে চলে যান। কয়েক মিনিট পর অস্ত্রধারীরা গুলি করতে করতে সেখান থেকে চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেন, ‘মুখোশধারী তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছি। তাঁদের চেনা যাচ্ছে না, তবে তাঁরা কাদের লোক হতে পারে, তা ধারণা করতে পারছি।’
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, বালুর ঘাটে মুখোশধারীদের গুলিতে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে বালুঘাটের এক ঠিকাদার বলেন, গত কয়েক মাস বালুঘাটে আতঙ্ক ছড়াতে ও নিয়ন্ত্রণ নিতে চরমপন্থী সংগঠনের লোকজন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। কয়েক দিন আগে পাউবো কার্যালয় এলাকায় গুলিবর্ষণ করা হয়। এ ছাড়া খোকসা জিলাপিতলা বালুঘাটে গুলিবর্ষণ করা হয়েছিল। পুরো গড়াই নদে কুষ্টিয়া অংশে চরমপন্থীদের তৎপরতা বেড়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?
ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।
ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’
চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।
জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।