‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ পুরস্কার পেলেন রাইজিংবিডির মোস্তাফিজুর
Published: 19th, February 2025 GMT
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর উদ্যোগে ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রতিযোগিতা ও প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছেন রাইজিংবিডি ডটকম-এর ইংরেজি বিভাগের সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
আলোকচিত্র প্রতিযোগিতায় (পেশাদার ও অপেশাদার) ও ড্রোন ভিডিও ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৯ জনকে পুরস্কৃত করা হয়। মোস্তাফিজুর রহমান ড্রোন ভিডিও ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে প্রাইজ মানি এক লাখ টাকা, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ।
মোস্তাফিজুর রহমান ন্যাচার কনসারভেন্সি-২০২৩, রয়্যাল সোসাইটি অফ বায়োলজি, এসপিআইই ইন্টারন্যাশনাল ফটো কন্টেস্ট-২০২৪, ইউনেস্কো ইন্টারন্যাশনাল সেন্টার ফর টিভিইটি জার্মানিসহ বেশকিছু পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনসহ দেশি-বিদেশি গণমাধ্যমে তার তোলা ছবি প্রকাশ পেয়েছে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি