খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটে মঙ্গলবার ছাত্র সংগঠনগুলির মধ্যে যেই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটিয়াছে, উহা উদ্বেগজনক। পূর্বের ন্যায় শিক্ষাঙ্গনে অস্ত্রের মহড়া কেবল নিন্দনীয়ই নহে, একই সঙ্গে শিক্ষার পরিবেশের জন্যও মন্দ বার্তাবহ।
ইতোপূর্বে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলিতে যেইরূপ ত্রাসের রাজত্ব কায়েম করিয়াছিল, সেই কারণে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সন্ত্রাসী ছাত্র সংগঠনরূপে ছাত্রলীগ নিষিদ্ধ করা হইয়াছে। গণঅভ্যুত্থানের ‘স্পিরিট’ হইল শিক্ষাঙ্গনে সকল ছাত্র সংগঠনের মধ্যে সহাবস্থান বজায় থাকিবে এবং প্রত্যেকে স্বীয় কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করিতে পারিবে। কিন্তু বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করিয়া কুয়েটে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়াছে। আমরা মনে করি, শিক্ষাঙ্গনকে এই ধরনের সংঘাতমুক্ত করিতেই হইবে।
ইতোমধ্যে কুয়েটের ঘটনার প্রভাব দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পড়িয়াছে, যেইখানে মঙ্গলবারই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরস্পরকে দায়ী করিয়া বিক্ষোভ করিয়াছেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। সামাজিক মাধ্যমেও এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া হইয়াছে। কুয়েটের সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র বহনের ছবি যদ্রূপ সামাজিক মাধ্যমে ভাইরাল হইয়াছে, তদ্রূপ সমকালসহ অন্যান্য সংবাদমাধ্যমেও আসিয়াছে। অস্ত্রের ব্যবহার স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করিয়াছে। স্বস্তির বিষয়, অস্ত্র হস্তে থাকা ব্যক্তি যুবদল নেতারূপে চিহ্নিত এবং তাহাকে দল হইতে বহিষ্কার করা হইয়াছে। তবে কুয়েটের সংঘাতে যেইভাবে বহিরাগতরাও যুক্ত হইয়াছে, উহাও বড় উদ্বেগের বিষয়।
মঙ্গলবারের সংঘাতের পর সেইখানে ছাত্র রাজনীতি বন্ধ ও সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানাইয়াছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবির মুখে অবশেষে বুধবার কুয়েটের সিন্ডিকেটের সভায় সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যেই সিদ্ধান্ত লইয়াছে, উহাকেও আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, শিক্ষাঙ্গনে শান্তি ফিরাইতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তৎসহিত ছাত্র সংগঠনগুলিরও দায়িত্ব রহিয়াছে।
বিশেষত মঙ্গলবারের কুয়েটের ঘটনার পর ছাত্র সংগঠনগুলির মধ্যে পরস্পরকে দোষারোপ করিয়া যেই ধরনের তৎপরতা দেখা গিয়াছে, উহাতে তিক্ততা বৃদ্ধি বৈ হ্রাস পাইবে না। বরং এই ঘটনা হইতে শিক্ষা লইয়া ছাত্র সংগঠনগুলির উচিত হইবে পরস্পর আস্থাশীল হইয়া শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে ভূমিকা রাখা। ইতোপূর্বে আমরা দেখিয়াছি, সংঘাতের ফলে শিক্ষাঙ্গনে জীবনহানি ঘটিয়াছে। এমনকি যেই প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটিয়া থাকে, উহা দীর্ঘদিনের জন্য বন্ধ করিয়া দেওয়া হয়। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়কেও প্রশাসন বন্ধ করিয়া দিয়াছে। আমরা প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব শিক্ষার পরিবেশ ফিরাইয়া বিশ্ববিদ্যালয়টি খুলিয়া দিতে হইবে।
স্মরণে রাখিতে হইবে, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীরা পূর্বের ধারার ছাত্র রাজনীতি আর দেখিতে চায় না। লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির কারণে ইতোপূর্বে অধ্যয়নের পরিবেশ বিনষ্ট হইয়াছিল। আবাসিক হলগুলি পরিণত হইয়াছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে। গণকক্ষ, নির্যাতন কক্ষ তৈয়ারের কারণে হলগুলিতে ছাত্রদের প্রাণহানির অঘটনও ঘটিয়াছে। জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে শিক্ষাঙ্গনে সেই সংস্কৃতিতে পরিবর্তন আসিয়াছে।
বর্তমানে শিক্ষাঙ্গনে যেই পরিবেশ বিরাজমান, উহা কোনোভাবেই বিনষ্ট করা চলিবে না। এই ক্ষেত্রে দেশের অন্যতম বৃহৎ সংগঠনরূপে ছাত্রদলকে দায়িত্বশীল হইতে হইবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবিরসহ সকলকেই অগ্রসর হইতে হইবে। সহাবস্থান ও প্রত্যেকের কার্যের স্বাধীনতা পরস্পরকে নিশ্চিত করিতে হইবে। মূলধারার রাজনৈতিক দলগুলিও সেই বাস্তবতা মানিয়া লইবে বলিয়া আমাদের বিশ্বাস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত র স গঠনগ ল র ছ ত র র জন ত র পর ব শ স ঘর ষ কর য় ছ হইয় ছ ধরন র র ঘটন
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে একে অপরকে নানাভাবে দোষারোপ করছে ছাত্র সংগঠনগুলো। সরাসরি নাম উল্লেখ না করে কেউ কাউকে কিছু না বললেও ছাড় দিতে নারাজ তারা।
গত ৩০ অক্টোবর জবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা জকসু নির্বাচনের বিধিমালা প্রণয়নে প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ করে।
আরো পড়ুন:
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
রবিবার (২ নভেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন পেছাতে নির্বাচন কমিশন ‘বিশেষ উদ্দেশ্যে’ কাজ করছে বলে অভিযোগ করেছেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।
পরে সন্ধ্যায় একই স্থানে ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা জাতীয় ছাত্রশক্তি অভিযোগ করে, জকসু নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে এবং আরেকটি সংগঠন নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিয়ে যেতে চাচ্ছে।
রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন একটি বিশেষ কারো ইশারায়, বাইরের প্রেসক্রিপশনে নির্বাচনের খসড়া প্রস্তুত করেছে। আমাদের দাবি, ২৭ নভেম্বরই শিক্ষার্থীদের নিয়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করা। নির্বাচন কমিশনের সবাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ। তারা ২৭ নভেম্বর নির্বাচন হওয়ার বিষয়টি আগেই জানতো। কিন্তু তবু ১০ ডিসেম্বরকে সামনে রেখে খসড়া রোডম্যাপ তৈরি করেছে। এতে একটি গ্রুপকে সুবিধা দিয়ে অন্যদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।”
তিনি বলেন, “প্রশাসন ও কমিশন আগে জানিয়েছিল, আইন প্রণয়নের পরই প্রস্তুতি কমিটি গঠনের কাজ শুরু হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা নতুনভাবে সব কাজ করতে চাচ্ছে—যেন নির্বাচন বিলম্বিত হয়। আলোচনার টেবিলে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”
তিনি আরো বলেন, “একটা পক্ষের সব কথা শোনা হচ্ছে। কিন্তু অন্যদের মতামত গুরুত্ব পাচ্ছে না। এতে স্পষ্ট, নির্বাচন পেছানোর মানসিকতা নিয়েই তারা আলোচনায় বসছে। ১৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের কর্মসূচির কারণে সে সময় নির্বাচন গ্রহণ করা সম্ভব নয়।”
“এ অবস্থায় নির্বাচন কমিশন ১৬ ডিসেম্বরের পর ভোট আয়োজন করতে চাইছে। কিন্তু তখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে বা ছুটি শুরু হলে জকসু নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে,” যুক্ত করেন শিবির সভাপতি।
আপ বাংলাদেশের সঙ্গে প্যানল ঘোষণার বিষয়ে তিনি বলেন, “আমরা ইনক্লুসিভ প্যানেল করতে চাচ্ছি। আমাদের প্যানেলে কারা থাকবেন সেটা এখনো নির্দিষ্ট হয়নি। শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল ও বাইতুল মাল সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাইছে, আরেকটি সংগঠন নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিয়ে যেতে চাইছে বলে অভিযোগ করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি।
অপরদিকে, ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, আরেকটি সংগঠন তড়িঘড়ি করে দিতে চাইছে। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা অবাধভাবে অংশ নিতে পারবে এবং সবাই সমান সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সময়সূচি ঘোষণা করে এবং কোনো পক্ষের প্রভাবে না পড়ে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশনের যে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা দেখানোর কথা, আজকের মতবিনিময় সভায় আমরা তা দেখতে পাইনি।”
জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা চাই না যে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে হঠাৎ নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে, ছাত্রশিবির দ্রুত নির্বাচন চায়, আর ছাত্রদল সেটি পেছাতে চায়—যা নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে। জাতীয় নির্বাচন ও জকসু নির্বাচন একই সময়ে পড়লে তা প্রশাসনিকভাবেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে।”
এর আগে, গত ৩০ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছিলেন, “আমাদের প্রত্যাশা ছিল প্রশাসন একটি আধুনিক, যুগোপযোগী ও বাস্তবসম্মত জকসু নীতিমালা প্রণয়ন করবেন। কিন্তু আমরা দেখেছি, প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে, যা হতাশাজনক।”
তিনি বলেছিলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই এটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হোক—যাতে জকসু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের মুক্ত মঞ্চে পরিণত হয়, কোনো দলীয় প্রভাবের শিকার না হয়।”
ঢাকা/লিমন/মেহেদী