অগ্রণী ব্যাংক পিএলসির ঢাকাস্থ ১২টি কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার ও মো.

আবুল বাশার।

ব্যাংকের মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজার সভাপতিত্বে সভায় মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (পিআরডি) রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানাসহ ১২টি কর্পোরেট শাখার প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে ব্যাংকটিকে আরও এগিয়ে নিতে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে উপস্থিত সবাইকে বিশেষ দিকনির্দেশনা দেন। 

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ