‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে’
Published: 20th, February 2025 GMT
বরিশালের চরমোনাই দরবারের মাহফিল প্রাঙ্গণে ওলামা-মাশায়েখ মহাসমাবেশে বক্তারা বলেছেন, ‘আগে সংস্কার পরে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। যারা দ্রুত নির্বাচন চায়, তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে।’
মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ আরও কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতা ও শীর্ষ আলেমরা বক্তৃতা করেন।
চরমোনাই পীর বলেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব। ইসলামপন্থীদের টেকসই ঐক্যে গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেন, যাই হোক না কেন আমরা কেউ আলাদা হবো না। তাহলেই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব।
খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক বক্তব্যে বলেন, ওলামায়ে কেরামের হাতে অনেক বড় সুযোগ এসেছে। এ সুযোগে যদি ইসলামকে বিজয়ী করতে না পারি, তবে আগামী দিনে জাতি আমাদের ক্ষমা করবে না। দেওবন্দের ধারায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেওবন্দি ধারার বাইরে জামায়াতে ইসলামী, সুন্নি এবং আহলে হাদিস আন্দোলনকে নিয়ে আগামী দিনের ভোটে ইসলামের পক্ষে একটি বাক্স হতে হবে।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি বলেন ওলামায়ে কেরামের ঐক্যের প্রয়োজনে আমি আমাদের পরিচয় বিলীন করে দিয়ে ঐক্যের সঙ্গে থাকতে চাই।
মহাসমাবেশে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশারাফ আলী আকন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, শায়খ জাকারিয়া, ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.
আজ তৃতীয় দিন দুপুরে মাহফিল প্রাঙ্গণে ছাত্র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ মহাসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ করবেন বলে মাহফিল সূত্র নিশ্চিত করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: চরম ন ই প র আম দ র আম র ম ইসল ম
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান