নেশার টাকা জোগাতে ঋণ করতে হয়েছিল। সেই ঋণ শোধে প্রয়োজন ছিল টাকার। আর সেই টাকার জোগান দিতে নজর পড়ে কলেজপড়ুয়া ভাগনের মোটরসাইকেলের দিকে। সহযোগীদের নিয়ে মোটরসাইকেল নিতে গিয়ে বাধা পাওয়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে এমন জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামি পর্যায়ক্রমে এ জবানবন্দি দেন। আদালতের বিচারক সাদিয়া আফসানা তাঁদের স্বীকারোক্তি রেকর্ড করেন।

বগুড়ার আদালত পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালতের নির্দেশে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের জিসান (২০), একই এলাকার সৈকত (২০) ও হাতিয়র মণ্ডলপাড়ার মাহি ইসলাম (১৯)।

আরও পড়ুনবগুড়ায় বাড়িতে ডাকাতের হানা, নারী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে টাকা-মুঠোফোন লুট১৭ অক্টোবর ২০২৫

এর আগে গত শনিবার রাজধানী ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরে নওগাঁ জেলা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।
শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে কুয়েতপ্রবাসী ইদরিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তাঁদের একমাত্র ছেলে ইমরান হোসেন। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হত্যার পরদিন রানী বেগমের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় পাশের জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের জিসানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। জিসান নিহত দুজনের স্বজন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ন আস ম উপজ ল র

এছাড়াও পড়ুন:

ঝরে পড়া শিক্ষার্থীদের শেষ ভরসা দীঘিনালা মাইনী স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশে শিক্ষার্থী ঝরে পড়ার হার এখনো আশানুরূপভাবে কমেনি। বিশেষ করে, চরাঞ্চল ও দুর্গম পার্বত্য অঞ্চলের গরিব শিশুদের অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আর পড়ালেখা করতে পারেন না। এসব ঝরে পড়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে ২০২৩ সালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম এলাকা বটতলীতে দীঘিনালা বন ভিক্ষু সংঘের উদ্যোগে স্থানীয়রা প্রতিষ্ঠা করেছেন মাইনী স্কুল অ্যান্ড কলেজ। এটি যেন সেখানকার ঝরে পড়া শিক্ষার্থীদের শেষ ভরসা।

দীঘিনালা বন ভিক্ষু সংঘের সদস্য ধুতাংঙ্গ টিলা বনবিহারের অধ্যক্ষ দেব ধাম্মা মহাস্থবির ভান্তে ও সাধনাটিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তের উদ্যোগে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি দীঘিনালা বটতলীতে তিনজন ব্যক্তির দান করা এক একর জায়গার ওপর প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রতিষ্ঠানে এখন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে। সেখানে শতাধিক শিক্ষার্থী আছে। তাদের মধ্যে ৮৫ জন আবাসিক শিক্ষার্থী। তারা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছে। 

নারাইছড়ি থেকে আসা এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রেশমি চাকমা ও রাঙ্গামাটির লংগদু বড় উল্টাছড়ি গ্রাম থেকে আসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী পুষ্পিতা চাকমা জানিয়েছে, তারা দুর্গম এলাকা থেকে এখানে এসে পড়াশুনা করছে বিনামূল্যে। এ প্রতিষ্ঠানটি না হলে হয়ত তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত। তারা চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা করছে। 

স্থানীয় বাসিন্দা সানন্ত কিতাশ চাকমা , পরিচালনা কমিটির সদস্য সম্প্রতি চাকমা, ধর্ম সিদ্ধি চাকমা ও শিক্ষক প্রিয়া চাকমা জানান, এই গ্রামে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শেষ করে, তাদের প্রায় ১৫ কিলোমিটার দূরে গিয়ে বা মাইনী নদী পাড় হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়। এ কারণে অনেক শিক্ষার্থী প্রাথমিকের পর ঝরে পড়ে। তাদের কথা চিন্তা করে এ প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেন দীঘিনালা বনভিক্ষু সংঘ ও স্থানীয়রা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। পর্যায়ক্রমে কলেজ পর্যন্ত উন্নীত করা হবে। একটি ট্রাস্ট গঠন করে এ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা হবে। ট্রাস্ট গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ৮৫ জন আবাসিক শিক্ষার্থী আছে। তাদের জন্য প্রতি মাসে প্রায় ৮৫ হাজার টাকা প্রয়োজন হয়। এতে অনেক সময় হিমশিম খেতে হয় পরিচালনা কমিটিকে। প্রতিষ্ঠান পরিচালনার আর্থিক সহযোগিতা সাদরে গ্রহণ করা হবে। যারা এককালীন ৫০ হাজার টাকা দেবেন, তারা আজীবন সদস্য পদ পাবেন। 

প্রধান শিক্ষক রেনা চাকমা জানান, তাদের বিদ্যালয়ের বিশেষত্ব হচ্ছে দীঘিনালা বনবিহার ভিক্ষু সংঘের সহযোগিতায় অহায়, গরিব ও এতিম শিক্ষার্থীদের আবাসিকে রেখে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয়। তবে, নতুন বিদ্যালয় হিসেবে অবকাঠামো সংকট ও আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিং স্পেস নেই। 

বিদ্যালয়ের উদ্যোক্তা দেব ধাম্মা মহাস্থবির ভান্তে ও পরিচালনা কমিটির সভাপতি ধন প্রদীপ চাকমা জানান, দুর্গম এলাকার অসহায়, গরিব ও এতিম শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ প্রতিষ্ঠানটি করা হয়েছে, বিশেষ করে যারা পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা করা সুযোগ পায় না। এখানে যারা আবাসিক থাকে, তারা খাবারসহ একদম ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পায়। 

ঢাকা/রূপায়ন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ঝরে পড়া শিক্ষার্থীদের শেষ ভরসা দীঘিনালা মাইনী স্কুল অ্যান্ড কলেজ