নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে একটি বিয়ের আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের মগবান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাঙামাটি শহরের অদূরে মগবান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা নিমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতির খবর পেয়ে রাঙামাটি শহর থেকে একদল ডিবি পুলিশ সেখানে যায়। পরে খাওয়াদাওয়া শেষে বেলা পৌনে তিনটায় বিয়ের অনুষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

সাহেদ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ডিবি পুলিশ প্রকাশ চাকমাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ