আল্লাহ ও নবী সা.কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহাকে গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর নগরীর শিববাড়ি মোড়ে তৌহিদী ছাত্রজনতা, খুলনার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কবি সোহেল হাসান গালিবের বিরুদ্ধেও ছাত্রজনতাকে স্লোগান দিতে দেখা গেছে। 

বক্তাগণ বলেন, ‘‘আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার ঠাঁই এ বাংলায় হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখাল রাহা এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবি জানাই। আমরা বলতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। আর প্রশাসন যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’’

এ সময় প্রশাসন থেকে র এজেন্ট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তৌহিদী ছাত্রজনতা।  

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে আপার যশোর রোড হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

এ সময় তৌহিদী ছাত্রজনতা, খুলনার পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, হানজালাহ বিন মুস্তাকিম, আরিফুজ্জামান নয়ন, কামরুল হাসান প্রমুখ।

নূরুজ্জামান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রজনত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ