ছাড়মূল্যে ৫ লাখ আসনের টিকিট বিক্রি করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া। ‘সুপার সিট সেল’ নামে প্রতিষ্ঠানের প্রচারের একটি উদ্যোগের আওতায় এই সুযোগ দেওয়া হচ্ছে।

এয়ার অ্যারাবিয়ার এই উদ্যোগে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবিতে বিরতিহীন ফ্লাইটে করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সেখান থেকে তাঁরা সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতার, পোল্যান্ড, গ্রিস, ইতালি, মিসর, আজারবাইজানসহ নানা গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবেন। এক পথে (ওয়ান ওয়ে) যাতায়াতের ক্ষেত্রে টিকিটের সর্বনিম্ন দাম পড়বে ১১ হাজার ৮৬৬ টাকা।

বিশেষ এই উদ্যোগের আওতায় ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে। ওই টিকিট দিয়ে তাঁরা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন। বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা থেকে শারজা ও আবুধাবিতে যাত্রীরা ১১ হাজার ৮৬৬ টাকায় যাতায়াতের সুযোগ পাবেন। সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাওয়ার সুযোগ থাকবে।

এয়ার অ্যারাবিয়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম ও কম খরচে সেবা দেওয়া সবচেয়ে বড় উড়োজাহাজ পরিবহন সংস্থা। বর্তমানে ২০০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে তারা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ