আগামী মাসগুলোতে ইতালির ভিসা জট কেটে যাবে : দূতাবাস
Published: 22nd, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ঢাকার ইতালি দূতাবাস। দূতাবাস বলছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী আসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়া আগের চেয়ে উন্নত হয়েছে এবং আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ বোঝা এবং শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশ পরিচালিত একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য এবং অভিবাসীদের অপব্যবহার ও শোষণ থেকে রক্ষা করার বিষয়ে কঠোর অবস্থান নেওয়াকে প্রমাণ করে। ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।
আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস।
এএ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।
মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/কেয়া/রফিক