পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক পদে শেখ মো. জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে ব্যবসায়ী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন। এসময় চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ জিন্নাহ, সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম ও রনি রায় উপস্থিত ছিলেন।

এর আগে, একইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ ‘আনারস’ প্রতীকে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ‘দোয়াত কলম’ প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। সহ-সভাপতি পদে আলহাজ্ব মো.

মোজাম্মেল হক ‘টিউবওয়েল’ প্রতীকে ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ জোয়ারদার মিঠুন ‘হরিণ’ প্রতীকে পেয়েছেন ৩০৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে শেখ মো. জিয়ারুল হক সিন্টু ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ৬১১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মুতালিব ‘মোরগ’ প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।

নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম, বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম নির্বাচিত হন। 

কার্যনির্বাহী সদস্য দুইটি পদে আব্দুল বাতেন ও বকুল হোসেন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুইজন। তারা হলেন- দপ্তর সম্পাদক পদে নূর মোহাম্মদ রান্টু ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম।

নির্বাচনে মোট ১২৫৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১০২২ জন। ভোট গ্রহণের হার ৮১ শতাংশ। মোট চারটি বুথে ভোট গ্রহণ করা হয়। ১২টি পদে ২১ জন প্রাথী নির্বাচনে অংশ নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একজন প্রিজাইডিং অফিসার, চারজন সহকারী প্রিজাইডিং অফিসার ও আটজন পোলিং অফিসার নিয়োগ করা হয়। 

ব্যবসায়ী সমিতি নির্বাচনের চেয়ারম্যান এমএ জিন্নাহ বলেন, “সবার সহযোগিতা নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। যে কোনো ধরনের কারচুপি এড়াতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল।”

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম ব যবস য

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ