টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পরে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা।

সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। তার প্রাপ্ত ভোট ২২২টি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক (২৮৯), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ (২১৩)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মদ (২৪০)।

আরো পড়ুন:

ভিউ কিংবা টাকার জন্য অভিনয় করি না: হিমি

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ৩ নাটক

সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মনিরুজ্জামান লিপন। অর্থ সম্পাদক হিসেবে জয়ী আবু রায়হান পেয়েছেন ২৫৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজমুল। তার প্রাপ্ত ভোট ২৫৩। প্রশিক্ষণ ও আর্কাইভ–বিষয়ক সম্পাদক পদে জয়ী গাজী আপেল মাহমুদ পেয়েছেন ২৬৮ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণবিষয়ক পদে জয়ী হয়েছেন প্রীতি দত্ত। তার প্রাপ্ত ভোট ২২১। দপ্তর সম্পাদক পদে ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাঈদ রহমান।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাতজনের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন সাগর জাহান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৮৪। সাগর জাহানের পরের অবস্থানে রয়েছেন চয়নিকা চৌধুরী। তার ভোটের সংখ্যা ২৬৯। বাকি পাঁচ বিজয়ীরা হলেন— মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট), গীতালি হাসান (২৩৯ ভোট), লিটু করিম (২২৮ ভোট), শিহাব শাহীন (২২৮ ভোট) ও হাসান রেজাউল (২২৩ ভোট)।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক হয় ছ ন

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেল অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ শাখা-উপশাখাগুলোর সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ

ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীর সমন্বয়ে গঠিত কুমিল্লা জোনের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির অনুসরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।অন্যদিকে ঋণশৃঙ্খলা অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন সম্পদ বাড়াতে হবে। ঋণ আদায় বাড়াতে প্রয়োজনীয় আইনগত পদ্ধতির প্রয়োগ করতে হবে। এতে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত হবে এবং সাথে সাথে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হবে।”

তিনি আরো বলেন, “সুদবিহীন ও স্বল্প সুদের আমানতের  লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তহবিল ব্যয় কমিয়ে আনা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।”

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুলসংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্য চাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত প্রসার ঘটছে কুমিল্লায়।এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসব খাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরো বাড়াতে হবে। বিপুলসংখ্যক প্রবাসীদের তাদের প্রয়োজন বিবেচনা করে ব্যাংকিং সেবা বিস্তার ঘটাতে হবে।”-বিজ্ঞপ্তি

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ