রাওয়ালপিন্ডিতে নিউজিল‍্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের টিকে থাকার ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। আজকের নিউজিল্যান্ড ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদউল্লাহ থাকবেন তো বাংলাদেশের একাদশে?

গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। এটি যতটা না তার ব্যাটিং অনুশীলন ছিল, তার চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। মূলত তিনি পূর্ণমাত্রায় ব্যাটিং করতে পারছেন কিনা, সেটিই দেখা হয়েছে কালকের অনুশীলনে। দল সূত্রের খবর, মাহমুদউল্লাহ সে পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। সূত্র আরও জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।

মাহমুদউল্লাহ ফিরলে কে দলের বাইরে থাকবেন সিটি নিয়েও আছে কৌতূহল। জাকের আলী আগের ম্যাচে ভালো ব‍্যাটিং করেছেন। রিশাদ হোসেনও ব্যাটে-বলে অপরিহার্য। তাহলে মাহমুদউল্লাহ খেলবেন কার জায়গায়?

মাহমুদউল্লাহ খেললে দলে একাধিক সম্ভাব্য পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে। ওপেনিং থেকে সৌম্য সরকারকে সরিয়ে অধিনায়ক নাজমুল হোসেন নিজেই উঠে আসতে পারেন তানজিম হাসানের সঙ্গী হিসেবে। মেহেদী হাসান মিরাজ সেক্ষেত্রে খেলবেন তিনে। মিডল অর্ডারে তখনই জায়গা ফাঁকা হবে মাহমুদউল্লাহর জন্য। আবার নাম কাটা যেতে পারে বোলারদের মধ্য থেকেও কারও। অবশ্য ভারত ম্যাচের পর শোনা গিয়েছিল পরের ম্যাচে মাহমুদউল্লাহ দলে ফিরলে মিডল অর্ডার থেকেই বাদ করতে পারে বড় কোনো নাম।

আরও পড়ুননিউজিল্যান্ডকে চমকে দিতে ভিন্ন কিছু করার চিন্তা বাংলাদেশের ৩ ঘণ্টা আগে

শেষ পর্যন্ত কার জায়গায় মাহমুদউল্লাহ খেলবেন সেটি নিশ্চিত হওয়া যাবে আজ ম‍্যাচের আগে একাদশ ঘোষণার পরই। তবে আপাতত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ ফেরাটাই সবচেয়ে বড় সুসংবাদ। এ ছাড়া এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে ভারত ম‍্যাচে টিম কম্বিনেশনের কারণে দলে না থাকা পেসার নাহিদ রানারও।

আরও পড়ুনসেঞ্চুরিতে দশে দশ কোহলির, এমন কিছু নেই আর কারও১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বামী-সন্তানের সঙ্গে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন, মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকায় মৃত্যু নারীর

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলাতুন নেসা (২৮)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে গতকাল রোববার চট্টগ্রামে বেড়াতে আসেন ফজিলাতুন নেসা। তাঁদের ছয় বছর বয়সী সন্তানও সঙ্গে ছিল। গতকাল চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের একটি বাসায় তাঁরা রাত্রিযাপন করেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলে করে তাঁরা বান্দরবানের উদ্দেশে রওনা দেন। আলিমুজ্জামান মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তাঁর পেছনে ছয় বছর বয়সী সন্তান হুমায়ের হাম্মাদ, এরপর ফজিলাতুন নেসা বসে ছিলেন।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছায় মোটরসাইকেলটি। সেখানে সামনে থাকা একটি লেগুনা হঠাৎ সড়কে থেমে গেলে তাৎক্ষণিক মোটরসাইকেলটির ব্রেক কষেন আলিমুজ্জামান। এ সময় ফজিলাতুননেসা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এর পরপরই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ফজিলাতুন নেসাকে পিষ্ট করে। তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল রাতে চট্টগ্রাম নগরের যে বাসাটিতে ফজিলাতুন নেসা ছিলেন, সেটি তাঁর স্বামী আলিমুজ্জামানের বন্ধু রবিউল ইসলামের। দুর্ঘটনার খবর পেয়ে রবিউল ইসলামের বোন আশরিফা আহমদ ঘটনাস্থলে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ফজিলাতুন নেসার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক। পরিবার নিয়ে পাহাড় দেখতে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন তিনি। বেড়াতে যাওয়ার পথেই স্বামী-সন্তানের সামনে দুর্ঘটনায় তাঁর প্রাণহানি হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ আইনি–প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লেগুনা ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

সম্পর্কিত নিবন্ধ