গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত সাতটি ট্রেন। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে অবরোধ শুরুর পরই বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে যায়। এর মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ টাঙ্গাইলে, ঢাকা থেকে বুড়িমারীগামী ‘বুড়িমারী এক্সপ্রেস’ রাজধানী ঢাকার মৌচাকে, রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ টাঙ্গাইলের মহেরা স্টেশনে, ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ জয়দেবপুর স্টেশনে, ঈশ্বরদী থেকে ঢাকাগামী ‘কমিউটার এক্সপ্রেস’ মির্জাপুরে এবং দিনাজপুর থেকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশনে আটকে পড়ে। এ ছাড়া এ সময় পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ খুলনায় আটকে থাকার খবর পাওয়া গেছে।

স্টেশনগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজ থাকায় অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘হঠাৎ পথে ট্রেন আটকে থাকলে যাত্রীরা দুর্ভোগে পড়বে, এটাই স্বাভাবিক। তবে যাত্রীদের নিরাপদে রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ