বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণে আহত ২
Published: 25th, February 2025 GMT
যশোরের শার্শার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে বিএনপির দুজন নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম জখম করা হয়েছে। আহতরা হল- আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮)।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক পালাবদলের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে অগ্রভুলোট বাজারে সরোয়ার হোসেনের সমর্থক বাবুল, মিকাইল হোসেন ও একই গ্রামের কবিনূরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আব্দুল হামিদ সরদার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে পিটিয়ে হাঁটুর হাড় ভেঙে ফেলে। তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপর এক বিএনপি নেতাকেও পিটিয়ে জখম করে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলিবর্ষণ করে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে, মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছেন স্থানীয় জনতা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/রিটন/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক