জামালপুরে ট্রেন থেকে মরদেহ উদ্ধার
Published: 26th, February 2025 GMT
জামালপুরে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার হয়। মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, “ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী লম্বা ও রুগ্ন ওই ব্যক্তি ট্রেনে ওঠেন। তিনি ট্রেনে হাঁটাহাঁটি করছিলেন। ট্রেনটি নান্দিনা রেল স্টেশনে পৌঁছালে পাওয়ার কার ও একটি বগির মাঝের করিডোরে তিনি পড়ে যান। তখন যাত্রীরা তার মাথায় পানি ঢালেন। রাত সাড়ে ১১টার দিকে জামালপুর স্টেশনে ওই ব্যক্তির মরদেহ নামানো হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
আরো পড়ুন:
সড়কের জন্য মাটি খোঁড়ার সময় পাওয়া গেল সাতটি কঙ্কাল
ঝিনাইদহে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
তিনি আরো বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/শোভন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মরদ হ র লওয়
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে