মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, যে শিক্ষার সাথে ধর্ম নাই সেই শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবেনা, আর যে শিক্ষার সাথে ধর্ম থাকবে সে শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবে, আল্লাহতালার কাছাকাছি নিয়ে যাবে। এই প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) দেখে আমার মনে হচ্ছে ধর্মটাকে কাছে রেখে শিক্ষাটাকে নিয়ে যাচ্ছে বহন করে, এরা সফল হবেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেশন সেন্টারে গিয়াসউদ্দিন ইসলাম মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তোমরা একদিন মা হবে, বাবা হবে, এমন একটা সন্তান তৈরি করে যাও যে বাবা তোমাকেত অনেক দিলাম কবরে আমি যখন যাবো,তোমার মা যাবে,আমি যাবো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা পরিও বাবা। সেইটাই আমার একমাত্র পাওয়া।

বাবা, মা কম দেন না, বাবা জামা না কিনে, আপনাকে পড়িয়েছে। বিয়ে করলেন বাবা,মা কে বৃদ্ধাশ্রম দিলেন জবাবদিহি করতে হবে পরকালে। যদি বাবা,মা বৃদ্ধাশ্রমে যায় কি জবাব দিবেন আল্লাহর কাছে, প্রস্তুুত থাকেন আল্লাহতালা নিজেই প্রশ্ন করবেন তোমার বাবা,মা বৃদ্ধাশ্রমে কেন, বাবা,মা দেখাশোনা ফরজে আইন সন্তানের জন্য। 

তিনি আরো বলেন, আমার সেই শিক্ষা দরকার নাই, আমার সে শিক্ষা দরকার  আমি যেন বলতে পারি আমার বাবা,মা কে। আমি যেন নামাজ পড়তে পারি, মুখে দোয়া করতে পারি, দোয়া পাওয়ার অধিকার আছে বাবা,মার। আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) আমি যে কথা গুলো বললাম তা তারা বহন করতে পারবে আমার মনে হয়।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক ও ইমতিয়াজ রহমানসহ আরো অনেকে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ য় সউদ দ ন ইসল ম পরক ল

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ