মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, যে শিক্ষার সাথে ধর্ম নাই সেই শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবেনা, আর যে শিক্ষার সাথে ধর্ম থাকবে সে শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবে, আল্লাহতালার কাছাকাছি নিয়ে যাবে। এই প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) দেখে আমার মনে হচ্ছে ধর্মটাকে কাছে রেখে শিক্ষাটাকে নিয়ে যাচ্ছে বহন করে, এরা সফল হবেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেশন সেন্টারে গিয়াসউদ্দিন ইসলাম মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তোমরা একদিন মা হবে, বাবা হবে, এমন একটা সন্তান তৈরি করে যাও যে বাবা তোমাকেত অনেক দিলাম কবরে আমি যখন যাবো,তোমার মা যাবে,আমি যাবো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা পরিও বাবা। সেইটাই আমার একমাত্র পাওয়া।

বাবা, মা কম দেন না, বাবা জামা না কিনে, আপনাকে পড়িয়েছে। বিয়ে করলেন বাবা,মা কে বৃদ্ধাশ্রম দিলেন জবাবদিহি করতে হবে পরকালে। যদি বাবা,মা বৃদ্ধাশ্রমে যায় কি জবাব দিবেন আল্লাহর কাছে, প্রস্তুুত থাকেন আল্লাহতালা নিজেই প্রশ্ন করবেন তোমার বাবা,মা বৃদ্ধাশ্রমে কেন, বাবা,মা দেখাশোনা ফরজে আইন সন্তানের জন্য। 

তিনি আরো বলেন, আমার সেই শিক্ষা দরকার নাই, আমার সে শিক্ষা দরকার  আমি যেন বলতে পারি আমার বাবা,মা কে। আমি যেন নামাজ পড়তে পারি, মুখে দোয়া করতে পারি, দোয়া পাওয়ার অধিকার আছে বাবা,মার। আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) আমি যে কথা গুলো বললাম তা তারা বহন করতে পারবে আমার মনে হয়।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক ও ইমতিয়াজ রহমানসহ আরো অনেকে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ য় সউদ দ ন ইসল ম পরক ল

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ