চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা সুমন বহিষ্কার
Published: 27th, February 2025 GMT
নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাকর্মীর কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার বিষয়ে যুবদলের নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের বিষয়টি সত্য।
উল্লেখ্য, নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু তাহের মোহাম্মদ মুসাসহ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা গত বুধবার নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ করেন জেলা প্রশাসক বরাবর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: নরস দ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে