টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা পুলিশ। তবে নিহত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশনমাস্টার কামরুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এক যুবক স্টেশনে আসে ট্রেনের খোঁজ নিতে। তার সঙ্গে কথা বলে জানা যায়, সে একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠে। বাসে তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়ে তার সবকিছু নিয়ে যায় অজ্ঞান পার্টি। রাতে বাস থেকে মির্জাপুরে তাকে নামিয়ে দেওয়া হয়। সকালে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কথা শুনি। কাছে গিয়ে দেখি, রাতে কথা বলা সেই কালেজছাত্রের লাশ। পরে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানি না। আজ ভোরের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয়। সেই ট্রেনে কাটা পড়তে পারে বলে তিনি জানান।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, মির্জাপুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ