গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাটারির পানি উৎপাদন কারখানায় ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে সাধারণ পানি বোতলজাত করার সময় কারখানাটির ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে রয়েল ব্যাটারি ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত কারখানাটির ব্যবস্থাপকের নাম মো.

নেওয়াজ শরীফ মিন্টু (৩৫)। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি ছাড়াই মো. নেওয়াজ শরীফ কারখানাটি পরিচালনা করছিলেন। তাঁরা সেখানে সাধারণ পানিকে ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে বোতলজাত করার কর্মযজ্ঞ চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে কারখানাটির ব্যবস্থাপককে আইনের আওতায় আনা হয়।

ব্যাটারির পানি উৎপাদন কারখানার ব্যবস্থাপককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ