বহিষ্কারের পর সেই যুবদল নেতা গ্রেপ্তার
Published: 2nd, March 2025 GMT
সিলেটে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার হওয়া মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জয়দ্বীপ চৌধুরী মাধব নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। মাধবসহ যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার কাজল মিয়া নামের এক হকারকে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে তুলে নিয়ে যান যুবদল নেতা মাধব। সেখানে ভয় দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নেন মাধব। এ সময় ওই হকারকে মারধরও করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে রাতে জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন হকাররা। খবর পেয়ে বিএনপি নেতারা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি শান্ত করেন। রাত ১২টার দিকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে। পরদিন চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় হকার কাজল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মাধবকে প্রধান আসামি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর আজ রোববার পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে মাধবকে গ্রেপ্তার করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল ন ত য বদল ম ধবক
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব