ইনজুরির ছোবলে দীর্ঘদিন নিজের সেরা ছন্দে দেখা যায়নি নেইমারকে। তবে সৌদি প্রো লিগ ছেড়ে পুরোনো ঠিকানা সান্তোসে ফিরে যেন পুরনো রূপেই ফিরেছেন তিনি। মাঠে নামতেই চেনা ম্যাজিক দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাগাটিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সান্তোস। মাত্র ৯ মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। চোখ ধাঁধানো সেই শটে ব্রাগাটিনোর গোলরক্ষক কিছুই করতে পারেননি। এরপরও দারুণ সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ান তিনি। ৫৬ মিনিটে স্মিডিট দ্বিতীয় গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন। নেইমারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন নেইমার, যার মধ্যে ৬ বারই ছিলেন শুরুর একাদশে। সব মিলিয়ে ৫০৮ মিনিট মাঠে কাটানো নেইমার এরই মধ্যে করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। ৭ ম্যাচের মধ্যে ৪ বার হয়েছেন ম্যাচসেরা।
দীর্ঘ ইনজুরির পর এমন প্রত্যাবর্তনকে স্বপ্নের মতোই মনে হচ্ছে নেইমারের কাছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত