ইনজুরির ছোবলে দীর্ঘদিন নিজের সেরা ছন্দে দেখা যায়নি নেইমারকে। তবে সৌদি প্রো লিগ ছেড়ে পুরোনো ঠিকানা সান্তোসে ফিরে যেন পুরনো রূপেই ফিরেছেন তিনি। মাঠে নামতেই চেনা ম্যাজিক দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাগাটিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সান্তোস। মাত্র ৯ মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। চোখ ধাঁধানো সেই শটে ব্রাগাটিনোর গোলরক্ষক কিছুই করতে পারেননি। এরপরও দারুণ সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ান তিনি। ৫৬ মিনিটে স্মিডিট দ্বিতীয় গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন। নেইমারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।

আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন নেইমার, যার মধ্যে ৬ বারই ছিলেন শুরুর একাদশে। সব মিলিয়ে ৫০৮ মিনিট মাঠে কাটানো নেইমার এরই মধ্যে করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। ৭ ম্যাচের মধ্যে ৪ বার হয়েছেন ম্যাচসেরা।

দীর্ঘ ইনজুরির পর এমন প্রত্যাবর্তনকে স্বপ্নের মতোই মনে হচ্ছে নেইমারের কাছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’