‘সৃজনে মননে আমরা সুহৃদ’ এ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে দেশের বিভিন্ন ইউনিটের সুহৃদদের অংশগ্রহণে চলছে ‘সুহৃদ আড্ডা’। বাঙালির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় আড্ডার। গান, আবৃত্তি, গল্প-আড্ডা আর কথামালায় সাজানো আড্ডার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি। ৮ জেলার আট সুহৃদ প্রতিনিধির পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কমিটির সুহৃদরা অংশ নেন এ পর্বে। সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সুহৃদ উপদেষ্টা, সহযোগী অধ্যাপক, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। উদ্বোধনী পর্বে সুহৃদদের মধ্যে অংশ নেন ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল ইসলাম নির্জন, ফেনীর ছাগলনাইয়ার সভাপতি কাজী সুলতানুল আরেফিন, গোপালগঞ্জ থেকে জোবায়দা আক্তার জবা, দিনাজপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, রাজবাড়ী থেকে সুহৃদ সমাবেশের সাবেক সহসভাপতি নাসির খান, ঢাকার সুহৃদ নূর আঁখি, টঙ্গী সুহৃদ সমাবেশের সভাপতি মুসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুহৃদ স্বাধীন আরিফীন, ঢাকার সুহৃদ সাগর মল্লিক, শেখ ফাতিমা পাপিয়া, ঢাকার কেরানীগঞ্জের সুহৃদ সারমিন ইসলাম রত্না, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সুহৃদ ও আবৃত্তিশিল্পী নুসরাত জাহান জেরিন এবং ঢাকার বিভিন্ন ইউনিটের সুহৃদরা অংশ নেন।
শারমিন আকতার বলেন, ‘দেশজুড়ে সুহৃদদের সঙ্গে সংযোগ স্থাপনের এ আয়োজনে আমাকে যুক্ত করার জন্য আমি আনন্দিত। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সেবামূলক ও সামাজিক কাজে যুক্ত হতে আমরা সবসময় উৎসব প্রদান করি। দেশের অন্য ইউনিটের মতো ঢাকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়েও সুহৃদরা নানা ভালো কাজে যুক্ত হচ্ছেন। আমরা কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের একত্র করছি এবং সামাজিক সাংস্কৃতিক মানবিক কাজ করার মধ্য দিয়ে তাদের উৎসাহ প্রদান করছি। ইতোমধ্যে ২০২৩-২৪ সালের সেরা সুহৃদ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তার স্বীকৃতিও পেয়েছি। পারস্পরিক যোগাযোগ বাড়াতে অনলাইন আড্ডা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। এর মধ্য দিয়ে সুহৃদরা নিজের কাজ সম্পর্কে অন্যকে জানাতে ও অন্যের কাজ সম্পর্কে নিজেরা জানতে পারবে।’
কবি শামসুর রাহমানের ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ থেকে অংশবিশেষ আবৃত্তির মধ্য দিয়ে আড্ডায় সাংগঠনিক আলোচনা শুরু করেন সঞ্চালক আসাদুজ্জামান। সুহৃদদের মধ্যে পরিচয় পর্ব শেষে নুসরাত জাহান জেরিনের আবৃত্তি আর কাজী সুলতানুল আরেফিনের রম্যগল্প আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করে। লেখালেখি ও সাংগঠনিক চর্চার বিষয় আলোচনায় প্রাধান্য পায়।
সুহৃদ ঢাকা
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দর
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে