ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম ট্রাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ—বড় মঞ্চে ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স যেন রোহিত শর্মাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মাথাব্যথার কারণ হতে পারেন হেড, এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।

সোমবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে স্মিথ স্মরণ করিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে হেডের অতীত পারফরম্যান্স। তিনি বলেন, ‘যখনই বড় ম্যাচ আসে, তখনই বাড়তি চাপ থাকে। তবে ট্রাভিস অতীতে বড় ম্যাচে দারুণ খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও দুর্দান্ত ফর্মে ছিল। আশা করছি, এবারও পাওয়ার প্লেতে ভালো কিছু করবে।’

অন্যদিকে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার শক্তিমত্তা সম্পর্কে সচেতন, তবে দল নিয়ে আত্মবিশ্বাসীও। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বছরের পর বছর দুর্দান্ত দল হিসেবে খেলছে। আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত। পাশাপাশি, ম্যাচে স্নায়ুর চাপ সামলানোও গুরুত্বপূর্ণ হবে।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্পিন নির্ভর ভারতের বোলিং আক্রমণের বিপরীতে অজিদের ব্যাটিং শক্তি কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা