ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম ট্রাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ—বড় মঞ্চে ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স যেন রোহিত শর্মাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মাথাব্যথার কারণ হতে পারেন হেড, এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।

সোমবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে স্মিথ স্মরণ করিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে হেডের অতীত পারফরম্যান্স। তিনি বলেন, ‘যখনই বড় ম্যাচ আসে, তখনই বাড়তি চাপ থাকে। তবে ট্রাভিস অতীতে বড় ম্যাচে দারুণ খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও দুর্দান্ত ফর্মে ছিল। আশা করছি, এবারও পাওয়ার প্লেতে ভালো কিছু করবে।’

অন্যদিকে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার শক্তিমত্তা সম্পর্কে সচেতন, তবে দল নিয়ে আত্মবিশ্বাসীও। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বছরের পর বছর দুর্দান্ত দল হিসেবে খেলছে। আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত। পাশাপাশি, ম্যাচে স্নায়ুর চাপ সামলানোও গুরুত্বপূর্ণ হবে।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্পিন নির্ভর ভারতের বোলিং আক্রমণের বিপরীতে অজিদের ব্যাটিং শক্তি কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’