ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আব্দুল মান্নান সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে

আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ