চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স বিস্মিত করেছে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদকে। টাইগারদের এমন অবনতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আগা সালমান। একই সঙ্গে সুযোগ পেলে বিপিএলেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে প্রতিটি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের আশা দেখিয়েছিল।

তবে বাস্তবতা ভিন্ন। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে মুশফিক ও মাহমুদউল্লাহর পারফরম্যান্স ভক্তদের হতাশ করেছে। এ নিয়ে পাকিস্তানের কোচ আকিব জাভেদ মন্তব্য করেছেন, ‘অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে তার কোনো মূল্য নেই। ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ, কিন্তু তারা পারল না কেন? এটা বুঝতে পারছি না। বাংলাদেশ দল নিয়ে তাদের গভীরভাবে ভাবা উচিত। আমার মনে হয়, তারা অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরম্যান্স হারাচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তান এখন নিউজিল্যান্ড সফরের দিকে মনোযোগ দিচ্ছে। তবে নতুন অধিনায়ক আগা সালমান আরও দূরদর্শী পরিকল্পনা করতে চান। তিনি জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত। আমাদের সামনে এগোতে হবে। আমি আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি। বাংলাদেশ লিমিটেড ওভারের ক্রিকেটে ভালো দল, তাই আসন্ন সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি।’

এদিকে, সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন আগা সালমান। সুযোগ পেলে তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আসন্ন সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রফরম য ন স কর ছ ন

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’