মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
Published: 6th, March 2025 GMT
বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছাত্রীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের ছাত্রী।
এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
স্থানীয় ও আত্মীয় স্বজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবসত বাড়ির ছাঁদ থেকে পড়ে যান অর্পিতা। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার ওসি জানান, মেয়েটির পায়ে সমস্যা ছিল। অসাবধানতাবসত তিনি পড়ে যান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন