পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়, পারটেক্সের নায়ক আলাউদ্দিন বাবু
Published: 6th, March 2025 GMT
হারে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স আপ মোহামেডানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে দুই দলই। পারভেজ হোসেন করেছেন সেঞ্চুরি। প্রাইম ব্যাংককে হারিয়ে দেওয়ার পথে পারটেক্সের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু।
জয়ে ফিরেছে আবাহনীহার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আজ বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে ১৬২ রানে হারিয়েছে তাঁরা। টস হেরে ব্যাট করতে নামা আবাহনীর হয়ে এদিন সেঞ্চুরি করেছেন ওপেনার পারভেজ হোসেন। বাঁহাতি এ ব্যাটসম্যান চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ফিফটির পর আজ রূপগঞ্জের বিপক্ষে ইনিংস টেনে নিয়েছেন তিন অঙ্কে।
৬ উইকেটে আবাহনী করে ৩২৩ রান। এর মধ্যে ৯ চার ও ৮ ছক্কায় ১২৪ বলে ১২৬ রান পারভেজের। হাফ সেঞ্চুরি পান আবাহনীর মোহাম্মদ মিঠুনও, ৬ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৫ বলে ৭২ রান করেন তিনি। শেষদিকে মোসাদ্দেক ২৮ বলে ৩৫ ও মাহফিজুর রহমান ১৪ বলে ২৮ রান করেন। গুলশানের আসাদুজ্জামান পায়েল ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন।
আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমকে দেওয়া গুলশানের ব্যাটসম্যানরা আজ সুবিধা করতে পারেননি। ঝোড়ো শুরুর একটা চেষ্টা ছিল জাওয়াদ আবরারের, কিন্তু তরুণ এই ওপেনার ১৮ বলে ৩৬ রান করে মেহেদী হাসানের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিলে অন্যরা কেউ দাঁড়াতে পারেননি।
প্রথম ম্যাচে না খেললেও আজ প্রথম মাঠে নেমে লিটন রান পাননি। ২১ বলে ১৪ রান করে রাকিবুল হাসানের বলে ক্যাচ আউট হন তিনি। গুলশানের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন খালেদ হাসান। তারা থামে ১৬১ রানে। আবাহনীর হয়ে রাকিবুল ৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট।
মোহামেডানও জয় পেয়েছেফেবারিটের তকমা নিয়ে নেমে প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্লাবের কাছে হেরে গিয়েছিল মোহামেডান। আবাহনীর মতো তাঁরাও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে। রূপগঞ্জ টাইগার্সের ৯ উইকেটে ২২৩ রান মোহামেডান টপকে যায় ৭ উইকেট হাতে রেখে।
রূপগঞ্জের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। দলটির হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। ৫৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে দুই উইকেট করে নেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় নেমে মোহামেডানের দুই ওপেনার তামিম ইকবাল ১৭ বলে ১৪ ও রনি তালুকদার ৪৪ বলে ৩৬ রান করে আউট হন। এরপর ২৪ বলে ১৫ রান করে ফেরেন আরিফুল ইসলামও। তবে বাকি পথটা মোহামেডানের হয়ে পাড়ি দেন মাহিদুল ইসলাম ও তাওহিদ হৃদয়। ১০৬ রানের অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা। ৯৭ বলে ৮১ রান করে মাহিদুল ও ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এই ম্যাচে পেশিতে টান লাগায় খেলেননি মাহমুদউল্লাহ। এমআরআই করা হয়েছে, রিপোর্ট পেলে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর। তবে সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে তার, এটুকু আপাতত নিশ্চিত।
পারটেক্সের জয়ের নায়ক আলাউদ্দিন বাবুপ্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত এক ইনিংসে জয়ের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে শাহাদাত হোসেন ৬১ বলে ৬৪ ও শামীম হোসেন ৬০ বলে ৬৯ রান করেন।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকে চাপেই ছিল পারটেক্স। সাব্বির রহমান ৪৩ বলে ৫৩, রুবেল মিয়া ৬৪ বলে ৪১ ও আহরার আমিন ৩৬ বলে ৪৪ রান করে রানার চাকা সচল রাখেন। তবুও সেটি জয়ের পথে ছিল না।
৩৮তম ওভারের পঞ্চম বলে আহরার আমিন আউট হলে উইকেটে আসেন আলাউদ্দিন বাবু। তখনো ৬৭ বলে ৯৭ রান দরকার পারটেক্সের, হাতে চার উইকেট। এখান থেকে অনেকটা একা হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আলাউদ্দিন। ৫ চার ও ৭ ছক্কায় ৩২ বলে ৭৮ রানে অপরাজিত থেকে প্রায় দুই ওভার আগে দলকে ম্যাচ জেতান তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর ন প রথম ম ন র হয় উইক ট
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক