পিআইবিতে ২ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
Published: 6th, March 2025 GMT
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে দুই বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মোবাইল সাংবাদিকতাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া উপস্থিত ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী ও প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।
কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২৮ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।
এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “মিথ্যা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। তাই সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বড় দায়িত্ব মূল তথ্য তুলে ধরা। সাংবাদিকদের এক চোখ দিয়ে না দেখে বহুচোখে দেখে তথ্য যাচাই করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।”
তিনি বলেন, “সাংবাদিক হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। গত ১৫ বছরে সাংবাদিকতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। সাংবাদিকদের সম্মান ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে “
প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল, মক সেশন, ব্যবহারিক ক্লাসসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা বহুমুখী প্ল্যাটফর্মে প্রতিবেদন তৈরি ও পরিবেশনে পারদর্শিতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আগামী ৮ মার্চ পর্যন্ত এ কর্মশালা চলবে।
ঢাকা/তৈয়ব/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে বাংলাদেশি মডেল নিবিড় আদনান
ছবি: নিবিড় আদনানের সৌজন্যে