ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
গাজী গ্রুপ-অগ্রণী ব্যাংক
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস টিভি।
শাইনপুকুর-ব্রাদার্স
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।
লিজেন্ডস অব রূপগঞ্জ-ধানমন্ডি
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
উইমেন্স প্রিমিয়ার লিগ
দিল্লি-গুজরাট
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস।
ফুটবল
বুন্দেসলিগা
মনশেনগ্লাডবাখ-মাইনজ
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স প র টস
এছাড়াও পড়ুন:
ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে উড়োজাহাজগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ‘ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।’
পিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় উড়োজাহাজের পাশাপাশি প্রতিশোধ হিসেবে দেশটির সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করা হয়েছে। তবে ওই কার্যালয়ের অবস্থান সুর্নিদিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা হয়।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।