ইয়াসির আলীর ১৪৩, আফিফ-সাইফ নার্ভাস নাইন্টির শিকার
Published: 7th, March 2025 GMT
ইয়াসির আলী চৌধুরী রাব্বির ঝড়ো সেঞ্চুরিতে পাহাড়সম রান স্কোরবোর্ডে জমা করে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। তাড়া করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটার আফিফ হোসেন-সাইফ হাসান ফেরেন নব্বইয়ের ঘরে।
দুজনের নার্ভাস নাইন্টির শিকার হওয়ায় কাছে গিয়ে থামতে হয়েছে রূপগঞ্জকে। টস হেরে ব্যাটিং করতে নেমে বিকেএসপিতে ৭ উইকেটে ৩২২ রান করে ধানমণ্ডি। তাড়া করতে নেমে ৯ উইকেটে ৩০৮ রানে থামে রূপগঞ্জ।
২৪ রানের জয়ে শেষ হাসি ধানমণ্ডির। ১২১ বলে ১৪৩ রান করে ম্যাচসেরা হন ইয়াসির। সমান ৭টি করে চার-ছক্কা ছিল তার ইনিংসটিতে। সেঞ্চুরির দেখা পান ৯৭ বলে। পরের ২৪ বলে করেন ৪৩ রান।
আরো পড়ুন:
আল আমিনের ফাইফার, মিজানুর-রবিনের সেঞ্চুরিতে ব্রাদার্সের হাসি
পারভেজের সেঞ্চুরির ম্যাচে লিটন ফ্লপ, আবাহনীর জয়
এ ছাড়া মঈন খান ৬২, জিয়াউর রহমান ১৮ বলে ৪০ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৩৩ রান করেন। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর ইসলাম।
রান তাড়ায় নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। এরপর আফিফ-সাইফ জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন। ৯৫ রানে সাইফের আউটে ভাঙে ১৭২ রানের জুটি। ৫ রানের জন্য সাইফ সেঞ্চুরি মিস করলেও আফিফ থামেন ২ রান আগে!
৯৬ বলে ১০টি চার ও ১টি ছয়ের মারে ৯৮ রান করেন আফিফ। শেষ দিকে রেজাউর রহমান রাজা ৩৯ বলে ৪৯ ও তানভির ১১ বলে ২০ রান করে ব্যবধান কমান। ধানমণ্ডির হয়ে ৩টি করে উইকেট নেন মাসুম খান টুটল-মঈন খান।
এদিকে মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ২১৬ রান করে অগ্রণী। অমিত হাসান সর্বোচ্চ ৮৯ রান করেন।
তাড়া করতে নেমে ৪৭.
ঢাকা/রিয়াদ/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন র পগঞ জ উইক ট
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস