ইয়াসির আলী চৌধুরী রাব্বির ঝড়ো সেঞ্চুরিতে পাহাড়সম রান স্কোরবোর্ডে জমা করে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। তাড়া করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটার আফিফ হোসেন-সাইফ হাসান ফেরেন নব্বইয়ের ঘরে।

দুজনের নার্ভাস নাইন্টির শিকার হওয়ায় কাছে গিয়ে থামতে হয়েছে রূপগঞ্জকে। টস হেরে ব্যাটিং করতে নেমে বিকেএসপিতে ৭ উইকেটে ৩২২ রান করে ধানমণ্ডি। তাড়া করতে নেমে ৯ উইকেটে ৩০৮ রানে থামে রূপগঞ্জ।

২৪ রানের জয়ে শেষ হাসি ধানমণ্ডির। ১২১ বলে ১৪৩ রান করে ম্যাচসেরা হন ইয়াসির। সমান ৭টি করে চার-ছক্কা ছিল তার ইনিংসটিতে। সেঞ্চুরির দেখা পান ৯৭ বলে। পরের ২৪ বলে করেন ৪৩ রান।

আরো পড়ুন:

আল আমিনের ফাইফার, মিজানুর-রবিনের সেঞ্চুরিতে ব্রাদার্সের হাসি

পারভেজের সেঞ্চুরির ম্যাচে লিটন ফ্লপ, আবাহনীর জয়

এ ছাড়া মঈন খান ৬২, জিয়াউর রহমান ১৮ বলে ৪০ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৩৩ রান করেন। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর ইসলাম।

রান তাড়ায় নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। এরপর আফিফ-সাইফ জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন। ৯৫ রানে সাইফের আউটে ভাঙে ১৭২ রানের জুটি। ৫ রানের জন্য সাইফ সেঞ্চুরি মিস করলেও আফিফ থামেন ২ রান আগে!

৯৬ বলে ১০টি চার ও ১টি ছয়ের মারে ৯৮ রান করেন আফিফ। শেষ দিকে রেজাউর রহমান রাজা ৩৯ বলে ৪৯ ও তানভির ১১ বলে ২০ রান করে ব্যবধান কমান। ধানমণ্ডির হয়ে ৩টি করে উইকেট নেন মাসুম খান টুটল-মঈন খান।

এদিকে মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ২১৬ রান করে অগ্রণী। অমিত হাসান সর্বোচ্চ ৮৯ রান করেন।

তাড়া করতে নেমে ৪৭.

৪ ওভারে ৬ উইকেট হাররিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী। সর্বোচ্চ ৮৯ রান করেন সাদিকুর রহমান। ৫২ রান করেন তোফায়েল। সঙ্গে ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

ঢাকা/রিয়াদ/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট, তরুণেরা কেন আগাম ভোট দিচ্ছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। আগামীকাল ৪ নভেম্বর নিউইয়র্ক নগরে মেয়র পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে।

গতকাল রোববার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তা ছাড়া এদিন ৩৫ বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। এর মধ্য দিয়ে আগাম ভোট দেওয়া ভোটারদের গড় বয়সও কমে এসেছে। গড় বয়স ৫০ বছরে নেমে এসেছে।

আগের সপ্তাহের প্রথম দিকে কম বয়সী ভোটারের উপস্থিতি কম ছিল। ওই সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ বছরের কম বয়সী প্রায় ৮০ হাজার নিউইয়র্কবাসী ভোট দিয়েছিলেন। তবে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৩৫ বছরের কম বয়সী ১ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে শুধু গতকাল রোববারই এ বয়সী ভোটারের সংখ্যা ছিল ৪৫ হাজারের বেশি।

আরও পড়ুনমামদানিকে বারাক ওবামার ফোন, করলেন নির্বাচনী প্রচারের প্রশংসা০২ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।

নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।

নিউইয়র্কে সর্বপ্রথম মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় ২০২১ সালে। ওই নির্বাচনে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি। ওই নির্বাচনে এরিক অ্যাডামস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্লিওয়াকে দ্বিগুণের বেশি ভোটে হারিয়েছিলেন।

অবশ্য চলতি বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের সংখ্যা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটকে ছাড়াতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচনে ১০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের বয়স তুলনামূলক কম। এটা অবাক করা বিষয়। কারণ, সাধারণত যারা আগাম ভোট দেন তাঁদের গড় বয়স মোট নিবন্ধিতদের গড় বয়সের তুলনায় বেশি হয়ে থাকে।

আরও পড়ুনব্যালটে মামদানি, অদৃশ্য ‘প্রার্থী’ ট্রাম্প১ ঘণ্টা আগে

চলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।

চলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারদের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের গড় বয়স ছিল ৫১ বছর। তবে এবার মেয়র নির্বাচনে আগাম ভোটারদের গড় বয়স আরও কমে ৫০ বছরে নেমেছে।

সম্পর্কিত নিবন্ধ