দুপুরের পর থেকেই তাপমাত্রা কমতে থাকে। বর্তমানে শিলংয়ের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কিন্তু এই সময়ে বাংলাদেশে গরম অনুভূত হচ্ছে। দুই রকম তাপমাত্রায় কিছুটা ভাবাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু ভারতই নয়, সেখানকার ঠান্ডা কন্ডিশনও। 

তবে সৌদি আরবে ক্যাম্প করতে যাওয়া ফুটবলারদের বিশ্বাস, শিলংয়ের ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন তারা। মধ্যপ্রাচ্যের দেশটিতেও সন্ধ্যার পর ঠান্ডা অনুভূত হয়। তাই সৌদির ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘এখানে আমরা আগেও ক্যাম্প করেছি। এবার মাঠ আগের চেয়ে অনেক ভালো। সৌদির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেটা শিলংয়ের ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানাতে সাহায্য করবে।’ 

তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে শুক্রবারও অনুশীলন করেছে বাংলাদেশ। কন্ডিশন নিয়ে কোচের মতোই মন্তব্য ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের, ‘এখানে ঠান্ডা আবহাওয়া। তবে আমার মনে হয়, এটার সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য তেমন সমস্যা হবে না। কারণ, এখানে যেহেতু আমরা ১০-১২ দিন থাকব। আমার মনে হয়, শিলংয়েও একই রকম কন্ডিশন থাকবে; আমাদের তেমন একটা সমস্যা হবে না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ