ফরিদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আসাদুজ্জামান জানান, শিশুটিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই কিশোর ঘুরে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে ওই কিশোরকে ধরে পুলিশে খবর দেয়।

ওসি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ