ব্যবসা নিয়েই পড়ব, তবে একটু ভিন্ন কিছু
Published: 9th, March 2025 GMT
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে একটি বিশেষায়িত বিষয়ে ‘মেজর’ (মূল বিষয়) করতে হয়। সাধারণত ফিন্যান্স, হিসাবরক্ষণ (অ্যাকাউন্টিং), ব্যাংকিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মতো কিছু বিষয়ই বেশি প্রচলিত। আরও নানা বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জনের সুযোগও আছে।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টব্যবসার ক্ষেত্রে সাপ্লাই চেইন খুব গুরুত্বপূর্ণ। এর ব্যবস্থাপনা বেশ জটিল, আর সে জন্যই প্রয়োজন বিশেষ দক্ষতা। তাই দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ‘মেজর’ করার সুযোগ দিচ্ছে। ঢাকার ইউনিভার্সিটি অব স্কলারসের সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক বললেন, ‘উৎপাদন থেকে শুরু করে গ্রাহকের কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ সাপ্লাই চেইনের অংশ। তাই বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানসহ বড় বড় শিল্প খাত বর্তমানে দক্ষ সাপ্লাই চেইন বিশেষজ্ঞের খোঁজ করছে। পণ্যের উৎপাদন বাড়ানো ও খরচ কমাতে এ বিষয়ে অভিজ্ঞদের গুরুত্ব অনেক। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরা লজিস্টিকস, প্রকিউরমেন্ট ও অপারেশনস ম্যানেজমেন্টের মতো চাকরির সুযোগ নিতে পারেন। ই-কমার্স, উৎপাদন খাত এবং খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে পড়া পেশাজীবীদের চাহিদা বাড়ছে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএতে এ বিষয়ে মেজর করার সুযোগ আছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে আছে অপারেশনস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পড়ার সুযোগ।
অন্ট্রাপ্রেনারশিপ‘স্টার্টআপ’ শব্দটি এখন তরুণদের কাছে ‘ট্রেন্ডি’। অনেকেই চাকরি না করে নিজে উদ্যোক্তা হতে চান। যাঁরা উদ্যোক্তা হতে চান, শুধু তাঁরাই নন, ব্যবসা নিয়ে আগ্রহী যে কেউই অন্ট্রাপ্রেনারশিপ বা উদ্যোগ–সংক্রান্ত বিষয়ে মেজর করতে পারেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক শামিম এহসানুল হক বলেন, ‘অন্ট্রাপ্রেনারশিপ বা উদ্যোক্তা বিষয়ে সাধারণত সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও নতুন ব্যবসা তৈরির কৌশল শেখানো হয়। এ বিষয়ে মেজর করে শিক্ষার্থীরা স্টার্টআপ প্রতিষ্ঠার পাশাপাশি বিজনেস কনসালটিং বা ইনোভেশন ম্যানেজমেন্টের মতো ক্যারিয়ার বেছে নিচ্ছেন। সরকার ও বেসরকারি খাত থেকে নতুন উদ্যোক্তারা এখন নানা ধরনের সহায়তা পাচ্ছেন। তাই শিক্ষার্থীদের আগ্রহও বাড়ছে।’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ বিষয়ে স্নাতক করার সুযোগ আছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে পড়তে পারেন ‘ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ (উদ্ভাবন ও উদ্যোগ উন্নয়ন)।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টদেশ-বিদেশের পর্যটন খাত বড় হচ্ছে, দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে মেজর করা যাচ্ছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সিনিয়র সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী বলেন, ‘বিবিএ এখন শুধু সাধারণ ব্যবসাশিক্ষা নয়, বরং নির্দিষ্ট খাতে বিশেষজ্ঞ হওয়ার সুযোগ দিচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেই বিষয়কে মাথায় রেখে নতুন নতুন বিষয় চালু করছে। দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, এভিয়েশন ও ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। বাংলাদেশে পর্যটন খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। আবার সার্ভিস ইন্ডাস্ট্রির বিকাশ বাড়ছে। এসব কারণে এ খাতে দক্ষ কর্মী তৈরির জন্য বিশেষায়িত শিক্ষা খুব জরুরি।’
আরও পড়ুনবিবিএ নিয়ে ৬ ভুল ধারণা০৪ আগস্ট ২০২২অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ (আইবিএ) ব্যবসাসংক্রান্ত পড়ালেখার জন্য বেশ জনপ্রিয়। করপোরেট দুনিয়ায় আইবিএর শিক্ষার্থীদের একটু আলাদাভাবেই মূল্যায়ন করা হয়। এ অনুষদে ‘অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ’ বিষয়ে মেজর করা যায়। একজন দক্ষ করপোরেট নেতা হতে হলে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্বের জ্ঞান তো থাকতেই হবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা বলেন, ‘বিবিএতে মেজরের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যানালিটিকসসহ বিভিন্ন বিষয় ও কোর্সকে গুরুত্ব দিচ্ছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে ব্যবস্থাপক ও দক্ষ পেশাজীবী হতে লিডারশিপ ও স্ট্র্যাটেজিক থিংকিংয়ের দক্ষতা অর্জন করা খুব গুরুত্বপূর্ণ।’ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ নিয়ে পড়ে শিক্ষার্থীরা করপোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, মানবসম্পদ বিশেষজ্ঞ বা বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন।
ইন্টারন্যাশনাল বিজনেসবিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার কৌশল, বৈশ্বিক বাজার বিশ্লেষণ ও বহুজাতিক কোম্পানির কার্যক্রম সম্পর্কে পড়ানো হয় ইন্টারন্যাশনাল বিজনেসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক খালেদ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে পড়লে শিক্ষার্থীদের আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, গ্লোবাল সাপ্লাই চেইন ও বহুজাতিক ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ আছে। বহুজাতিক কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট বা গ্লোবাল মার্কেটিং বিভাগেও কাজ করতে পারেন। এ ছাড়া আমদানি-রপ্তানি করা প্রতিষ্ঠান ও লজিস্টিকস সেবা দেয়, এমন প্রতিষ্ঠানে সাপ্লাই চেইন ব্যবস্থাপক, আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ফরেন ট্রেড অফিসার, সরকারি-বেসরকারি সংস্থায় ব্যবসা ও কূটনৈতিক নীতি বিশ্লেষকসহ নানা পদে কাজ করার সুযোগ আছে।’ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের বিবিএতে মেজর হিসেবে এই বিষয়ে পড়ার সুযোগ আছে।
আরও নানা সুযোগসরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায় প্রশাসন বিভাগ বা অনুষদে নতুন আরও নানা বিষয়ে মেজর করার সুযোগ তৈরি হয়েছে। যেমন—
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে এগ্রিবিজনেস (মেজর ইন ম্যানেজমেন্ট/ফাইন্যান্স/মার্কেটিং)
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে টেকনোলজি ম্যানেজমেন্ট (প্রযুক্তি ব্যবস্থাপনা)
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (শিল্প ব্যবস্থাপনা)
ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে এভিয়েশন ম্যানেজমেন্ট
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর র স য গ করপ র ট র ব যবস ব জন স সরক র
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।
গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।