খালেদা জিয়া-তারেক রহমানের ছবি ও অফিস ভাঙচুর, অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে
Published: 9th, March 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাত ৯ টার দিকে উপজেলা শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।
আজ রোববার দুপুরে মির্জাপুর বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী উপজেলা-শিলাইদহ বাজার সড়ক ঘেঁষে মির্জাপুর বাজারে দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় অবস্থিত। কক্ষের দেয়ালে টাঙানো দলীয় ব্যানার ও ছবি। পাকা মেঝেতে পড়ে আছে ভাঙা প্লাস্টিকের চেয়ার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছেড়া ছবি রাতেই নিয়ে গেছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির কর্মী আবুল কাশেম বলেন, ‘রাতে আমরা তিনজন বসেছিলাম। হঠাৎ আওয়ামী লীগ সমর্থক মামুন, মাসুদ, সুমন, আকুলসহ কয়েকজন দেশিয় অস্ত্রসহ কার্যালয়ে আসে। এসে তারা বলেন, এ এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপির কোনো অফিস এখানে থাকবে না। এসব বলেই ভাঙচুর করে চলে যায় তারা।’
উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সুমন হোসেন বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বেশকিছু দিন ধরেই কার্যালয় বন্ধের জন্য হুমকি দিচ্ছিলেন। তাদের কথা মতো কার্যালয় বন্ধ না করায় ভাঙচুর করেছেন তারা। রাতেই পুলিশ এসেছিল। আমরা অপরাধীদের শাস্তি চেয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে এসব বিষয় নিয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি মির্জাপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।
আওয়ামী লীগের লোকজনের ভাষ্য, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক রয়েছেন। মামুন, মাসুদ, সুমন, আকুলরাও পলাতক রয়েছেন। সেজন্য তাদের মন্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার ওসি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অফ স আওয় ম ল গ ব এনপ র আওয় ম
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব