পবিত্র ঈদুল ফিতরের পূর্বে মানবিক কারনে ইউরোটেক্স শ্রমিকদের সমস্যা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র বরাবর স্মারকলিপি প্রদান করেছে ফতুল্লার নয়া মাটিস্থ ইউরোটেক্স শ্রমিকরা।

রবিবার (৯ মার্চ) দুপুরে শ্রমিক নেতা রায়হান শরীফের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সালাউদ্দীন, মো.

রাশেদ, মো. ইউসুফ, লিজা, জেসমিন ও শাকিলসহ ইউরোটেক্সের অন্যান্য শ্রমিকগণ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউর ট ক স

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ