কৌশলে ‘তালিকাভুক্ত সন্ত্রাসীর’ পলায়ন, বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-টাকা
Published: 9th, March 2025 GMT
মুন্সীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিল্টন মল্লিকের বাড়ি থেকে ১৪টি অবৈধ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় তার দুই সহযোগী আটক হলেও পালিয়ে যায় মিল্টন মল্লিক। সে স্থানীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, একাধিক মামলার পলাতক আসামি মিল্টন মল্লিক তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে ধরতে শনিবার রাত ১২টার দিকে পূর্ব মাকহাটি গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। এ সময় সেখান থেকে অবৈধ ১৪টি দেশিয় অস্ত্র, ৩৪ বোতল বিদেশি মদ, ২টি সাংবাদিকের আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭টি চকলেট বোমা, ২টি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় মিল্টনের সহযোগী সিফাত মল্লিক (২৬) ও নাসির সরদারকে (৪২)। তবে আগেই কৌশলে পালিয়ে যায় মিল্টন।
আজ রোববার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মিল্টনের সহযোগী সিফাত মল্লিক ও নাসির সরদারকে আসামি করে সকালে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব