অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি
Published: 11th, March 2025 GMT
‘এই ম্যাচটা যদি ড্র-ও হতো, আমরা নিজেদের ভাগ্যবান মনে করতাম।’
প্যারিসে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা শেষে বলেছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। যে ম্যাচে গোলের জন্য পিএসজির ২৮টি শটের বিপরীতে লিভারপুলের শট ছিল মাত্র ২টি, সেটা ড্র হলে লিভারপুল নিজেদের ভাগ্যবান মনে করারই কথা।
তবে বিস্ময়করভাবে ওই ম্যাচ শেষে শুধু ড্রয়ের সন্তুষ্টি নয়, লিভারপুল প্যারিস থেকে ফিরেছিল জয়ের বিশাল আনন্দ নিয়ে। গোলরক্ষক আলিসন বেকারের অতিমানবীয় পারফরম্যান্স ও শেষ সময়ে হার্ভি এলিয়টের ১ গোলে ম্যাচটা লিভারপুল জিতেছিল ১-০ ব্যবধানে। এমন এক জয়ের পর অ্যানফিল্ডে আজ ফিরতি লেগে লিভারপুল নিশ্চিতভাবেই ফেবারিট, সেটা বোধ হয় না বললেও চলে।
আরও পড়ুনবিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা১১ ঘণ্টা আগেওদিকে নিজের মাঠে এমন দুর্দান্ত খেলেও হেরে যাওয়ায় পিএসজি খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একটা বড় ধাক্কা খেয়েছে। তাই বলে ফিরতি লেগটা খেলার আগেই হাল ছেড়ে দিতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। বরং প্রথম লেগের পারফরম্যান্সকেই প্রেরণা হিসেবে নিতে চান তিনি, ‘যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি, তাহলে পরের রাউন্ডে যেতেই পারি। অবশ্যই, খেলার জন্য অ্যানফিল্ড একটা কঠিন জায়গা। কিন্তু আমরা সেখানে যাব এবং আবারও আমাদের মতোই খেলব। আগেও এ রকম ব্যবধান ঘুচিয়ে আমরা ফিরে এসেছি, আবারও সেই চেষ্টা করার জন্যই সেখানে যাব।’
গতকাল লিভারপুল খেলোয়াড়দের অনুশীলন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি