খাগড়াছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসা চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও ৭ জন পালিয়ে যান। এ ঘটনায় সোমবার রাতে খাগড়াছড়ি সদর থানায় মো. আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী মামলা করেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের একাধিক পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিলেও তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তাদের বহনকারী একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাহবুবুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ, মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রিয়াদ, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আবদুল মতিনের ছেলে মোকতাদির হোসেন ও গুইমারার মো.

জয়নাল আবেদীনের ছেলে মো. আল আমিন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গ্রেপ্তার চার ব্যক্তি ছাড়াও আরও ৭ জন গত সোমবার বেলা ১১টার দিকে প্রাইভেট কারে করে খাগড়াছড়ির দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে যান। তারা নিজেদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবে পরিচয় দেন। এক পর্যায়ে তারা হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন। ব্রিক ফিল্ডের মালিক সেন্টুর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি ভয়ে এক লাখ টাকা দেন। এরপর মামলার বাদী মো. আলমগীরের ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন প্রতারকরা। তিনি এক লাখ টাকা দিতে চাইলেও তা না নিয়ে উল্টো তাকে ধমক দেওয়া হয়। তাৎক্ষণিক বিষয়টি ব্রিকফিল্ড মালিক সমিতিকে জানানো হলে কয়েকজন মালিকসহ অন্য লোকজন ঘটনাস্থলে এলে প্রতারকরা আরও ক্ষিপ্ত হন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, সোমবার দুপুরে চার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে অফিসে এসেছিলেন। তারা নিজেদের বিএনপির মিডিয়া সেলের লোক বলে পরিচয় দেন। তারা তার সাক্ষাৎকার গ্রহণ করে চলে যান।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: রহম ন র ব এনপ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ