সফলতার দিকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা
Published: 11th, March 2025 GMT
সৌদি আরবে মঙ্গলবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অবসানের লক্ষ্যে আয়োজিত এই বৈঠক যে সফলতার দিকে যাচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সৌদি আরবের জেদ্দার একটি বিলাসবহুল হোটেলে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনার সময় সাংবাদিকদের কিছুক্ষণের জন্য ঘরে প্রবেশ করতে দেওয়া হয়। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন এবং তার মেজাজ প্রফুল্ল দেখা গেছে।
সাংবাদিকরা রুবিওর কাছে জানতে চেয়েছিলেন বৈঠকের জন্য তার প্রত্যাশা কী। জবাবে তিনি থাম্বস আপ করে উত্তর দিয়েছিলেন, ‘ভালো।’
ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়েরমাক সাংবাদিকদের জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘কিভাবে ইউক্রেনে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জন করা যায়।’ ভবিষ্যতে রাশিয়া যাতে আবার আক্রমণ না করে, তার জন্য নিরাপত্তার নিশ্চয়তা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সকালে প্রতিনিধিদলগুলি প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করে এবং বিরতি নিয়েছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।
সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।
ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।
আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫