কাল সকালেই নতুন একটি ‘টেসলা’ কিনব: ট্রাম্প
Published: 11th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার একটি গাড়ি কিনবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর প্রতি সমর্থন জানাতেই গাড়ি কেনার এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রিপাবলিকান, রক্ষণশীল এবং সব আমেরিকানের উদ্দেশে বলছি, দেশকে সহায়তার জন্য ইলন মাস্ক এটাকে (টেসলা) ঝুঁকির মুখে ফেলছেন। (দেশের জন্য) তিনি অসাধারণ কাজ করছেন।’
‘বাম কট্টরপন্থী উন্মাদেরা’ অবৈধভাবে এবং চক্রান্তের মাধ্যমে টেসলাকে বর্জনের চেষ্টা করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ইলন মাস্কের প্রতি আস্থা ও সমর্থন দেখাতে আমি আগামীকাল (মঙ্গলবার) সকালে একেবারে নতুন মডেলের একটি টেসলা কিনব। তিনি সত্যিকারের একজন মহান আমেরিকান।’
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের নতুন একটি বিভাগ খুলে তার দায়িত্ব দেন মাস্ককে। এই বিভাগের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের খরচ কমানো এবং সরকারি কর্মীদের কাটছাঁটের লক্ষ্যে কাজ করছেন।
তবে খরচ কমাতে ডিওজিইর তৎপরতা দিন দিন বাধার মুখে পড়ছে। এই তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, চাপ আসছে আইনপ্রণেতাদের দিক থেকে। এমনকি এর বিরুদ্ধে মার্কিন আদালত আদেশও দিয়েছেন। এমন পরিস্থিতিতে মাস্কের প্রতিষ্ঠান টেসলার গাড়ি বর্জন করা হতে পারে আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//